নয়াদিল্লি: সেনাবাহিনী নিয়ে আপত্তি থাকলে সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। সোশ্যাল মিডিয়ায় নয়। সেনাকর্মীদের এই নির্দেশ দিলেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। যদি কোনও সেনাকর্মী নির্দেশ অমান্য করে সোশ্যাল মিডিয়ায় নিজের কোনও অভিযোগ পোস্ট করেন, তবে তাঁকে শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


সৈনিক দিবস উপলক্ষ্যে কর্মরত অবস্থায় অসামান্য সাহস প্রদর্শন করা সেনাকর্মীদের এদিন পুরস্কৃত করেন সেনাপ্রধান। একইসঙ্গে বলেন, যদি কোনও জওয়ানের কোনও অভিযোগ থাকে, তবে সে ব্যাপারে মুখ খোলার জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে। সেখানেই সমস্যা মেটাতে হবে, কারণ ভারসাম্য রক্ষা জরুরি। যদি তাতেও অভিযোগকারী সন্তুষ্ট না হন, তবে তিনি সরাসরি সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

সেনা প্রধানের কথায়, জওয়ানরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন, তাতে সীমান্তে দেশকে পাহারা দেওয়া সাহসী জওয়ানদের ওপর খারাপ প্রভাব ফেলেছে। এভাবে অভিযোগকারীরা সেনার নিয়ম ভাঙছেন, এ জন্য তাঁদের শাস্তিও হতে পারে।

একইসঙ্গে রাওয়াত জানিয়েছেন, গত বছর শেষ কয়েক মাসে জম্মু কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা খুবই উদ্বেগজনক হয়ে উঠেছে। তাঁর কথায়, প্রকৃত নিয়ন্ত্রণরেখাই হোক বা নিয়ন্ত্রণরেখা, এলাকায় শান্তি পুনঃপ্রতিষ্ঠ করতে সেনা সবরকম চেষ্টা চালাবে। তবে যদি একবারও যুদ্ধবিরতি লঙ্ঘন হয়, তবে মুখের মত জবাব দেবে সেনা।