চেন্নাই: জয়া টিভি অফিস চত্বর ও তামিলনাড়ুর এআইএডিএমকে-র বরখাস্ত নেতা টি টি ভি দিনাকরনের পন্ডিচেরির একটি ফার্ম হাউসে হানা দিল আয়কর দফতর। করফাঁকির অভিযোগে দিনাকরন ও তাঁর জেলবন্দী পিসি শশীকলার সঙ্গে সম্পর্কিত আরও কয়েকটি স্থানে তল্লাশি চালিয়েছেন আয়কর আধিকারিকরা। আয়কর বিভাগের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।


জয়া টিভির মালকিন ছিলেন তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা। তাঁর দল এআইএডিএমকে-র মুখপাত্র হিসেবে পরিচিত জয়া টিভি জয়ললিতার মৃত্যুর পর শশীকলা ও দিনাকরণ শিবিরের অনুগামী হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে।

আয়কর বিভাগের ওই আধিকারিক জানিয়েছেন, নোট বাতিলের পর যে ‘অপারেশন ক্নিন মানি’ উদ্যোগ নেওয়া হয়েছে তার আওতায় এদিন সকাল থেকে এই তল্লাশি অভিযান শুরু হয়।

শশীকলা ও দিনাকরণের কয়েকজন অনুগামী ও আত্মীয়র বাড়িতেও এই তল্লাশি চলে। তামিলনাড়ু ছাড়াও বেঙ্গালুরুতেও এই তল্লাশি চালানো হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে দলের দখল নিয়ে মুখ্যমন্ত্রী কে পালানস্বামী ও উপমুখ্যমন্ত্রী ও পনিরসেলভামের সঙ্গে দিনাকরন শিবিরের জোর সঙ্ঘাত চলছে।

দিনাকরন জানিয়েছেন, তাঁর পন্ডিচেরীর ফার্ম হাউসে তল্লাশি হয়েছে। তবে তাঁর বাড়িতে আয়কর হানার কথা অস্বীকার করেছেন তিনি।

জানা গেছে, শশীকলার ভাই দিবাকরনের বিরুদ্ধেও এদিন আয়কর তল্লাশি হয়েছে।