মহিশূর: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং এআইএডিএমকে নেত্রী কুমারী জয়ললিতার অসুস্থতা নিয়ে বিভিন্ন সময় না না ধরনের গুজব শোনা গিয়েছে। সম্প্রতি জানা গিয়েছে, তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তবে চিকিত্সকেরা তাঁকে আপাতত বিশ্রামে থাকতে বলেছেন। কিন্তু এরমধ্যেই দলনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে জয়ললিতার ভক্তেরা মহিশূরের চামুণ্ডা পাহাড়ে চামুণ্ডেশরী মন্দিরে আনুমানিক দেড় কোটি মূল্যের গয়না উৎসর্গ করেছে।
মন্দির সূত্রে খবর, ‘আম্মা’র দ্রুত আরোগ্য কামনায় নেত্রীর ভক্তেরা সোনা ও রুপোর গয়না উৎসর্গ করেছে মন্দিরে। এছাড়াও বিশেষ ধরনের প্রার্থনার আয়োজনও করা হয়েছিল।
গণেশকে প্রায় ৪২ লক্ষ ২৯ হাজার ৬১৪ টাকার গয়না দেওয়া হয়েছে জয়া পাবলিকেশনস-এর তরফে। এদিকে দেবী আনজেনইয়াকে কোডানান্দ এস্টেট-এর তরফে ১.১৮ কোটি টাকার গয়না দান করা হয়েছে।
জয়ললিতার দ্রুত আরোগ্য কামনায় মন্দিরে দেড় কোটির গয়না উৎসর্গ নেত্রীর ভক্তদের
Web Desk, ABP Ananda
Updated at:
22 Oct 2016 03:12 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -