উল্লেখ্য, গতকালই জেডিইউ মহাসচিব কেসি ত্যাগী জানিয়েছিলেন যে, মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ় ও রাজস্থানে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লড়াই করবে না তাঁদের দল।
বিজেপির সঙ্গে জোটের ব্যাপারে নীতীশ এদিন বলেছেন, বিহারের বাইরে দুদলের জোট নিয়ে বলা যায় যে, এ ব্যাপারে কোনও আলোচনা হয়নি। জাতীয় স্তরে দুই দলের কোনও জোট নেই।
একইসঙ্গে তিনি বলেছেন, বিজেপির সঙ্গে তাঁদের রাজনৈতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে বলা যায় যে, অন্য কোথাও তাদের ছেড়ে অন্য কোনও দলের সঙ্গে হাত মেলানো সম্ভব নয়। তিনি আরও বলেছেন, দল চালাতে গেলে দলের সঙ্গে দলের সঙ্গে যুক্ত লোকজনের চিন্তাভাবনার বিষয়টি মাথায় রাখতে হয়।
একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচনের প্রস্তাব সম্পর্কে নীতীশ বলেছেন, বিষয়টি এখনও চিন্তাভাবনার স্তরে রয়েছে। আদর্শগতভাবে তাঁরা এই প্রস্তাব সমর্থন করেন। কিন্তু এই প্রস্তাব কার্যকর করার সঠিক সময় এখনও আসেনি। ২০১৯ তো তো দূর, ২০২৪-এও একসঙ্গে দুটি নির্বাচন সম্ভব নয়।
উল্লেখ্য, দিল্লিতে জেডিইউ-র দুদিনের কার্যসমিতির বৈঠকের পর কেসি ত্যাগী বলেছিলেন যে, তাঁদের দল মণিপুর, রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগঢ়ে একক শক্তিকে কিছু বাছাই আসনে লড়াই করবে।
और जाने: