নয়াদিল্লি: বিহারের জোকিহাট বিধানসভা আসনের উপনির্বাচনে জোরাল ধাক্কা খেয়েছে রাজ্যের জেডিইউ-বিজেপি শাসক জোট। ওই আসনে আরজেডি প্রার্থীর কাছে বিপুল ব্যবধানে হারতে হয়েছে জেডিইউ প্রার্থীকে। আসনটি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ-এর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তেজস্বী যাদবের দল। উপনির্বাচনে এই হারের জন্য জেডিইউ তেলের মূল্যবৃদ্ধিকে দায়ী করেছে। দলের মুখপাত্র কে সি ত্যাগী বলেছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সারা দেশের মানুষই খাপ্পা হয়ে রয়েছেন। তেলের এই মূল্যবৃদ্ধিই দলের হারের কারণ। অবিলম্বে দাম কমানো উচিত হলেও মন্তব্য করেছেন তিনি।



অন্যদিকে, এই আসনে জয়ের পর আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, বিহারের মানুষ নীতীশ কুমারের বিশ্বাসঘাতকতার জবাব দিলেন। তিনি অভিযোগ করেছেন, রাজ্যে বিধানসভা ভোটে মহাজোটের পক্ষে জনাদেশের প্রতি নীতীশ বিশ্বাসঘাতকতা করে বিজেপির হাত ধরেছিলেন। তার জবাব জোকিহাটে পেয়েছেন নীতীশ। এই জয়কে লালুপ্রসাদের আদর্শের জয় আখ্যা দিয়েছেন তেজস্বী।
তেজস্বী আরও বলেছেন, যেখানেই বিরোধীরা একজোট হয়েছে, সেখানেই হেরেছে বিজেপি।
জোকিহাটে আরজেডি ৪১,০০০-এর বেশি ভোটে জয়ী হয়েছে।