পটনা: শুক্রবার পটনায় একসঙ্গে আন্তর্জাতিক যোগদিবসে যোগচর্চা করলেন বিহারের বিজেপি, শরিক জেডি (ইউ) নেতারা। শহরের এক স্টেডিয়ামে আন্তর্জাতিক যোগদিবস উদযাপন অনুষ্ঠানের নেতৃত্ব দিলেন রাজ্যপাল লালজি ট্যান্ডন। অনুষ্ঠানটিকে বিহারের শাসক জোটের দুই শরিকের সৌহার্দ্য তুলে ধরার শো হিসাবে তুলে ধরা হয়েছিল। কিন্তু সেখানেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের গরহাজিরা সকলের নজরে পড়েছে। অনুষ্ঠানে সামিল হন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি, মঙ্গল পান্ডে ও প্রমোদ কুমারের মতো শরিক নেতারা। দেখা যায়, নীতীশের দলের দুই ক্যাবিনেট মন্ত্রী মহেশ্বর হাজারি ও শ্রবণ কুমারকে। তাঁরাই প্রথম কোনও জেডি (ইউ) নেতা যাঁরা এ জাতীয় অনুষ্ঠানে সামিল হলেন।
নীতীশ অবশ্য যোগ ব্যায়ামের অনুরাগী বলে পরিচিত হওয়া সত্ত্বেও বরাবর প্রকাশ্য এ ধরনের অনুষ্ঠান এড়িয়ে গিয়েছেন। নির্জনে, নিরিবিলিতেই যোগচর্চা ভাল করে করা যায় বলে সওয়াল করেছেন তিনি। অতীতে কোনও সময়ই জেডি(ইউ) নেতাদের আন্তর্জাতিক যোগদিবস পালনের অনুষ্ঠানে দেখা যায়নি, ২০১৭-র জুলাইয়ে চার বছরের ব্যবধানে জেডি(ইউ) বিজেপির সঙ্গে জোট ফের জিইয়ে তোলার পরও নয়।
এদিকে তিরুঅনন্তপুরমে কেরলের বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যজুড়ে যোগদিবস পালনের সূচনা করে যোগচর্চার সঙ্গে কোনও ধর্মের যোগ না থাকা সত্ত্বেও তাকে বিশেষ একটি সম্প্রদায়ের বলে চালানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, যোগাকে সাম্প্রদায়িক রীতি বলে তুলে ধরার চেষ্টা চলছে। এটা ঠিক নয়। যোগের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। জীবনশেলী সংক্রান্ত রোগ, মাদক থেকে দূরে থাকতে সাহায্য করে যোগ। তা মানবদেহের স্বাস্থ্যরক্ষা করে।