'আধুনিকতা' ছড়াতে আদিবাসী ছেলেমেয়েদের চুম্বন প্রতিযোগিতার আয়োজন করে বিজেপির নিশানায় ঝাড়খণ্ডের জেএমএম বিধায়ক
Web Desk, ABP Ananda
Updated at:
11 Dec 2017 08:23 PM (IST)
রাঁচি: নিজের লিট্টিপারা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তালপাহাড়ি গ্রামে গত শনিবার রাতে আদিবাসী ছেলেমেয়েদের চুম্বন প্র্রতিযোগিতার আয়োজন করে বিতর্কে ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) বিধায়ক সাইমন মারান্ডি। তিন আদিবাসী দম্পতিকে সেখানে পুরস্কার দেওয়া হয়েছে। মারান্ডির যুক্তি, প্রেম, ভালবাসা ও আধুনিকতার প্রসার ঘটাতেই এই প্রতিযোগিতার আয়োজন। প্রকাশ্যে নিজেদের চুম্বনের মাধ্যমে আদিবাসী ছেলেমেয়েদের মধ্যে এ নিয়ে দ্বিধা, সংশয়, ভয় কেটে যাবে। আদিবাসী দম্পতিদের মধ্যে বোঝাপড়া, গভীরতা দৃঢ় হবে, বিবাহবিচ্ছেদ কমবে বলেও দাবি করেন তিনি। কয়েকশ লোক সেই প্রতিযোগিতায় হাজির ছিল। উপস্থিত ছিলেন জেএমএম বিধায়ক, দলের প্রথম সারির নেতা স্টিফেন মারান্ডিও। কিন্তু ক্ষমতাসীন দল বিজেপি আপত্তি তুলেছে এমন প্রতিযোগিতায়। দলের সিনিয়র নেতা রমেশ পুষ্করের বক্তব্য এ ধরনের প্রতিযোগিতার আসর বসিয়ে কী প্রমাণ করতে চাইছে জেএমএম। আদিবাসীদের মন থেকে সংকোচ দূর করার অন্য অনেক উপায় আছে। আদিবাসী ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে ছেলেখেলা করছেন মারান্ডি।
গত সপ্তাহেই জেএমএম বিধায়ক কুনাল সারাঙ্গি বিধানসভা চত্বরে বার খোলার কথা বলেছেন। বিজেপি নেতাটির বক্তব্য, এক জেএমএম বিধায়ক বার চালু করার দাবি করছেন তো আরেকজন চুম্বন কনটেস্ট করছেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -