জম্মু: পাকিস্তানের গোলাগুলি বর্ষণে আহত হওয়া ২ ভারতীয় জওয়ানের মৃত্যু হল রবিবার।
এদিন, সেনার তরফে জানানো হয়েছে, শনিবার পুঞ্চ সেক্টরের মানকোট অঞ্চলে পাক সেনার গুলি ও গোলা বর্ষণে গুরুতর আহত হন সেপাই সি কে রায় ও সিগন্যালম্যান চন্দন কুমার রাই। রবিবার, দুজনই মারা যান। এই নিয়ে গত ১৯ জানুয়ারি থেকে পাক হামলায় মোট ১১ জনের মৃত্যু হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, নিহতদের মধ্যে ৬ জন সাধারণ নাগরিক, তিন সেনা জওয়ান এবং ২ দন বিএসএফ জওয়ান রয়েছেন। বৃহস্পতিবার, মারা যান এক বিএসএফ জওয়ান ও এক কিশোরী।
শুক্রবার মারা যান ২ জন সাধারণ নাগরিক, একজন বিএসএফ জওয়ান এবং আরও এক সেনা জওয়ান। পাশাপাশি, ২ জন বিএসএফ জওয়ান সহ মোট ৪০ জন আহতও হন। পরের দিন অর্থাৎ শনিবার, এক সেনা জওয়ান ও তিন সাধারণ নাগরিকের মৃত্যু হয়। আহত হন ১৬ জন।
এদিকে, গত তিনদিন ধরে লাগাতার পাক গোলাগুলির মাত্রা বেড়ে যাওয়ায় নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল। এদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানান, ভারত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। কিন্তু, পাকিস্তান সবসময় শয়তানি করেই চলেছে।