নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে জম্মু ও কাশ্মীর সরকার। জম্মুর জেলে বন্দি সাত পাকিস্তানি সন্ত্রাসবাদীকে তিহার জেলে সরানোর অনুমতি চেয়েছে রাজ্য প্রশাসন। জম্মু ও কাশ্মীর সরকারের তরফে তাদের কৌঁসুলি শোয়েব আলম সর্বোচ্চ আদালতে সওয়াল করেন, ওই পাকিস্তানিরা জম্মুর জেলে স্থানীয় বন্দিদের মনে মৌলবাদী ভাবনাচিন্তা ঢুকিয়ে মগজধোলাই করছে বলে অভিযোগ রয়েছে। তাই ওদের সরানো দরকার। ওদের জন্য সাধারণ নাগরিক, নিরাপত্তা জওয়ানদের নিরাপত্তা বিপন্ন হতে পারে। তিহার না হোক, অন্তত হরিয়ানা ও পঞ্জাবের হাই সিকিউরিটি থাকা নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে মোড়া জেলে পাঠানো হোক ওদের। বিচারপতি এল এন রাও ও বিচারপতি এম আর শাহকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ এই আবেদনের ব্যাপারে কেন্দ্র, দিল্লি সরকারের বক্তব্য জানতে চেয়েছে। বেঞ্চ আবেদনটি শুনতে রাজি হয়েছে, নোটিসের কপি সাত পাক বন্দিকেও যাতে পাঠানো হয়, তা সুনিশ্চিত করতে বলেছে।

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা সন্ত্রাসে ৪০ জওয়ানের মৃত্যুর পরদিনই জম্মু ও কাশ্মীর সরকার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় জম্মু জেল থেকে এক লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদীকে সরানোর আর্জি নিয়ে। জাহিদ ফারুক নামে ওই জঙ্গি ২০১৬-র ১৯ মে সীমান্ত পেরতে গিয়ে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে। সেই আর্জিও বেঞ্চ সাত পাকিস্তানিকে সরানোর আবেদনের সঙ্গে জুড়ে দিয়েছে।
রাজ্য সরকার জানায়, তাদের কাছে গোয়েন্দা সূত্রে খবর রয়েছে, জয়েশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবার মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীর জঙ্গিরা জেলে সহবন্দিদের মগজ ধোলাই করছে। জানা গিয়েছে, জাহিদ ও অন্য জঙ্গিদের প্রতি স্থানীয় লোকজনের সমর্থন আছে, তাদের সন্ত্রাসবাদী কাজকর্ম চালাতে খবরাখবর, নানা ধরনের সহায়তা পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জম্মু ও কাশ্মীর প্রশাসন পাকিস্তানি বন্দিদের বিচারপর্বও দিল্লিতে সরানোর কথা বলেছে, কারণ তাদের আশঙ্কা, ওদের আদালতে নিয়ে যাওয়া, ফেরানোর সময় বিপদ হতে পারে নিরাপত্তারক্ষী, সাধারণ নাগরিকদের। জাতীয় নিরাপত্তার স্বার্থেই পাকিস্তানি বন্দিদের জম্মুর জেল থেকে রাজ্যের বাইরে কড়া নিরাপত্তায় মোড়া জেলে সরানো জরুরি বলে জানায় সরকার।
আলম গত বছর পুলিশ টিমের ওপর হামলার দৃষ্টান্ত দেন, যাতে দুজন পুলিশকর্মী নিহত হন, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এক বিচারাধীন পাক সন্ত্রাসবাদী চম্পট দেয়।