জম্মু: একাধিক বিয়ে করলে অন্তত এক বছর বেতন বৃদ্ধি না-ও হতে পারে। জম্মু ও কাশ্মীরের পুলিশকর্মীদের এমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মীদের নির্দিষ্ট আচরণবিধি না মেনেই দ্বিতীয়বার বিয়ে করার ঘটনা বাড়ছে। এটা যেমন আচরণবিধি ভঙ্গ, তেমনই এর ফলে সেই পরিবারের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। সংশ্লিষ্ট পুলিশকর্মীর প্রথম পক্ষের স্ত্রী, সন্তানরা সমস্যায় পড়ছেন। সেই কারণেই এবার কঠোর শাস্তির ব্যবস্থা করা হচ্ছে।
জম্মু ও কাশ্মীরের সশস্ত্র পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল এল মোহান্তি বলেছেন, অতীতে বেআইনিভাবে একাধিক বিয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মী বা আধিকারিকদের সামান্য সাজা দেওয়া হয়েছে। সেটা ঠিক নয়। সেই কারণেই এবার এক বছর পদোন্নতি বা বেতন বৃদ্ধি আটকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দ্বিতীয়বার বিয়ে করলেই ইনক্রিমেন্ট বন্ধ জম্মু-কাশ্মীর পুলিশের
Web Desk, ABP Ananda
Updated at:
22 Feb 2017 06:23 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -