শ্রীনগর: গত ৮ মে নারবালে বিক্ষোভের সময় পাথরের আঘাতে মৃত চেন্নাইয়ের বাসিন্দা আর থিরুমানির পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিল জম্মু ও কাশ্মীরের পর্যটন দফতর। রাজ্যের পর্যটনমন্ত্রী তাসাদুক মুফতির নির্দেশে আজ চেন্নাইয়ে থিরুমানির পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন পর্যটন দফতরের ডিরেক্টর মাহমুদ এ শাহ। এরপর সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘টাকা দিয়ে জীবন হারানোর ক্ষতিপূরণ হয় না। গোটা জম্মু ও কাশ্মীর এই পরিবারের সঙ্গে শোক ভাগ করে নিচ্ছে।’
থিরুমানির মৃত্যুর পর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও পর্যটনমন্ত্রী গোটা রাজ্যের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন। মেহবুবা এই পরিবারের হাতে নগদ দু’লক্ষ টাকা তুলে দেন। এরপর আজ পাঁচ লক্ষ টাকা দিলেন শাহ। তিনি দাবি করেছেন, ভ্রমণের জন্য কাশ্মীর নিরাপদ।
পাথরের আঘাতে মৃত পর্যটকের পরিবারকে ৫ লক্ষ টাকা দিল জম্মু ও কাশ্মীরের পর্যটন দফতর
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jun 2018 08:22 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -