নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) ক্যাম্পাসের ভিতরে যুদ্ধের ট্যাঙ্ক রেখে পড়ুয়াদের মনে দেশপ্রেম, জাতীয়তাবাদী আদর্শ বোধ জাগিয়ে তোলার প্রস্তাব সমর্থন করলেন বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি।


জেএনইউয়ের উপাচার্য জগদেশ কুমারের উদ্যোগে সম্মতি দেওয়ার পাশাপাশি তাঁর প্রস্তাব, ওখানকার ছাত্রছাত্রীদের ভারতের জাতীয়তাবাদ, গর্বের ঔজ্জ্বল্য রক্ষার শপথ নিতে হবে।

দিল্লির এই বিজেপি সাংসদ লোকসভায় জিরো আওয়ারে প্রসঙ্গটি তুলে জেএনইউ উপাচার্যের ক্যাম্পাসে সামরিক ট্যাঙ্ক বসানোর প্রস্তাব নিয়ে খামোখা 'বিতর্ক' তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন।

বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। জেএনইউ দেশের করদাতাদের পয়সায় চলে। সেখানে ক্যাম্পাসের ভিতরে ভারত-বিরোধী স্লোগান তোলা হয়েছিল, যা সীমান্ত পাহারায় থাকা জওয়ানদের অপমান। জেএনইউ ক্যাম্পাসে 'ভারত ভেঙে টুকরো টুকরো' করা'র মতো ভারত-বিরোধী স্লোগান উঠেছিল। এ ধরনের কার্যকলাপ কখনই মেনে নেওয়া যায় না। জেএনইউয়ের পড়ুয়াদের দেশের মান-সম্মান, জাতীয়তাবাদ রক্ষার শপথ নেওয়া উচিত।

লেখি জেএনইউ উপাচার্যের প্রস্তাবের সমর্থনে সওয়াল করেন, স্কুল সমেত দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যুদ্ধবিমানের রেপ্লিকা বা মডেল বসানো আছে, তা দেখে মজাও পায় পড়ুয়ারা। বলেন, আমার ছেলের স্কুলেও একটা এয়ারক্র্যাফ্ট ছিল। ছাত্রছাত্রীরা এতে উত্সাহ পায়। সুতরাং উপাচার্যের দাবিতে কোনও অন্যায় নেই।

সম্প্রতি জেএনইউ চত্বরে কারগিল দিবস উদযাপন অনুষ্ঠানে উপাচার্য বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহকে ক্যাম্পাসে একটি ট্যাঙ্ক এনে বসানোর উদ্যোগ নিতে অনুরোধ করেন। তবে বিভিন্ন রাজনৈতিক দল ও পড়ুয়াদের একাংশ তাঁর প্রস্তাবে তীব্র আপত্তি জানিয়েছে।