নয়াদিল্লি: যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার উদ্দেশে গঠিত কমিটি বাতিল করে দিয়ে এখন ছাত্রীদের জন্য আত্মরক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাল কমপ্লেইন্টস কমিটি (আইসিসি)। আর এই ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ ছাত্রীরাই।
ছাত্রছাত্রীরা যাতে পরস্পরের প্রতি মর্যাদাপূর্ণ আচরণ করেন, সে বিষয়ে সচেতনতা গড়ে তোলার একটা ব্যবস্থা ছিল বিশ্ববিদ্যালয়ে। যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে আয়োজন করা হতো আলোচনাচক্র, দেখানো হতো ফিল্ম। এই কাজ করত বিশ্ববিদ্যালয়ের যৌন নিগ্রহ বিরোধী ‘জেন্ডার সেন্সিটিভ কমিটি (জিএসসিএএসএইচ)’। সেই কমিটিকে বাতিল করে আত্মরক্ষার প্রশিক্ষণের ব্যবস্থার বিরুদ্ধে সরব হয়েছেন ছাত্রীরা। তাঁদের মতো, এই প্রশিক্ষণ তো কমিটির লক্ষ্যের পরিপন্থী। তাঁদের বক্তব্য, এটা তো মহিলাদের সুরক্ষার দায় তাদের ঘাড়েই চাপিয়ে দেওয়ার ব্যবস্থা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভানেত্রী গীতা কুমারী ২০১৫-তে কমিটির নির্বাচিত ছাত্র প্রতিনিধি ছিলেন। তিনি বলেছেন, মার্শাল আর্ট শেখাটা জরুরি। তবে যৌন হয়রানি বিরোধী সংস্থাগুলির লিঙ্গ সংক্রান্ত সংবেদনশীলতা গড়ে তোলার দিকেই গুরুত্ব দেওয়া উচিত।
বিভিন্ন মহলের বিরোধিতার মধ্যেই কমিটি ভেঙে দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইসিসি গঠন করেছে। দিল্লি পুলিশের সহযোগিতায় ১০ দিনের আত্মরক্ষার প্রশিক্ষণ শুরু করেছে।
অনেক ছাত্রীই সেই প্রশিক্ষণ বয়কট করেছেন। এমনই একজন স্বাতী সিমহা। তাঁর মতে, এটা আসলে যৌন নিগ্রহের বিরুদ্ধে নির্যাতিতার ওপরই আত্মরক্ষার ভার চাপিয়ে দেওয়ার ব্যবস্থা। লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে বিরুদ্ধে মহিলাদের গায়ের জোর ফলানোর নিদান কোনও ব্যবস্থা হতে পারে না। এই প্রশিক্ষণে যোগ দিয়ে নির্যাতিতার ওপর দোষারোপকে বৈধতা তাঁদের পক্ষে দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাতী।
আইসিসি-র সভাপতি বিভা ত্যান্ডন অবশ্য বলেছেন, ছাত্রীদের জন্য এই পদক্ষেপ ইতিবাচক। আত্মরক্ষার এই প্রশিক্ষণ জাতীয় নীতিরই অঙ্গ। লিঙ্গ সংক্রান্ত সচেতনতার কর্মসূচীও গ্রহণ করা হবে।
যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতামূলক কমিটি ভেঙে আত্মরক্ষার প্রশিক্ষণ, ক্ষোভ জেএনইউ ছাত্রী মহলে
ABP Ananda, web desk
Updated at:
30 Oct 2017 08:31 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -