বারাণসী: উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের অন্তিম পর্বের আগে হেভিওয়েটদের ঘিরে জমজমাট মন্দির নগরী বারাণসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর বারাণসীতে রোড শো কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের রোড শো। আম্বেদকর চৌরাহ থেকে কংগ্রেস-সপার যৌথ রোড শো শুরু হয়। মোদীর রোড শো-র মতো রাহুল-অখিলেশ রোড শো-তে প্রচুর মানুষের ভিড়। জোটের দুই দলের কর্মী-সমর্থরাই ভিড় জমিয়েছেন।
রোড শো-র পর কাশী বিশ্বনাথ মন্দিরে যাবেন রাহুল। অখিলেশ দুটি জনসভায় ভাষণ দেবেন।