দলের এই সাফল্যের জন্য ট্যুইটারে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘গ্রাম পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় দফাতে দারুন ফল হয়েছে। মহারাষ্ট্রকে ধন্যবাদ।বিজেপির প্রতি এই বিশ্বাস আমাদের আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে’।
এরইমধ্যে অবশ্য ধাক্কা খেলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। নাগপুরে তাঁর দত্তক নেওয়া ফেতরি গ্রামে সরপঞ্চ পদে কংগ্রেস-এনসিপি প্রার্থীর কাছে হেরে গেল বিজেপি প্রার্থী। কংগ্রেস-এনসিপি জোটের এক মহিলা প্রার্থী সরপঞ্চ পদে জয়ী হয়েছেন। গ্রামের নয়টি আসনের মধ্যে পাঁচটি পেয়েছে বিজেপি।
এছাড়াও রাজ্যের শক্তিমন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলের দত্তক নেওয়া নাগপুরের কোরাডির সুরাদেবী গ্রামেও বিজেপি প্রার্থী হেরেছেন কংগ্রেস প্রার্থীর কাছে।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে ফড়নবীশ বলেছেন, তিনি চারটি গ্রাম দত্তক নিয়েছিলেন। ওই গ্রামগুলির বাসিন্দাদের তিনি বলেছিলেন, দত্তক নেওয়াটা তাঁর রাজনৈতিক কর্মসূচী নয়। ওই গ্রামগুলির মধ্যে একটিতে সভায় তিনি বলেওছিলেন যে, গ্রামবাসীদের তাঁদের পছন্দের প্রার্থী বেছে নেওয়ার অধিকার রয়েছে।
এরইমধ্যে রাজ্যের একটি গ্রাম পঞ্চায়েতের সরপঞ্চ হিসেবে নির্বাচিত হলেন এক রূপান্তরকামী।