নয়াদিল্লি: বিচারবিভাগের অতিসক্রিয়তা নিয়ে কিছুদিন আগেই সরব হয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এবার দেশের প্রধান বিচারপতি টিএস ঠাকুর বললেন, শাসন বিভাগ যদি তার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়, একমাত্র তখনই বিচারবিভাগ হস্তক্ষেপ করে। একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে প্রধান বিচারপতি বলেছেন, আদালতগুলি শুধুমাত্র সাংবিধানিক দায়িত্ব পালন করে। সরকার যদি নিজের কাজ করে তাহলে হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই।
সরকার ও বিচার বিভাগের সংঘাত সংক্রান্ত চলতি বিতর্কের মধ্যে প্রধান বিচারপতি বলেছেন, দায়িত্ব পালনে সরকারি সংস্থাগুলি যদি ব্যর্থ হয়, গাফিলতি করে তাহলে বিচারবিভাগ অবশ্যই তার ভূমিকা পালন করবে।
জেটলির মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা শুধুমাত্র সংবিধান দ্বারা নির্দিষ্ট আমাদের পদ সংক্রান্ত কর্তব্য পালন করি। সরকার যদি সঠিকভাবে তাদের কাজটা করে তাহলে হস্তক্ষেপের প্রয়োজনই হয় না’।
তিনি আরও বলেছেন, অভিযোগ করার বদলে সরকারের নিজের কাজটা করা উচিত। শাসন বিভাগের কাছে নিরাশ হয়েই লোকে আদালতের দ্বারস্থ হন।
বিচারবিভাগে বহু পদ শূন্য পড়ে থাকা সম্পর্কে প্রধান বিচারপতি বলেছেন, এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীকে বেশ কয়েকবারই বলেছেন এবং এই ইস্যুতে একটি রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে।
সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে বিচারবিভাগ হস্তক্ষেপ করে, বললেন প্রধান বিচারপতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jun 2016 06:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -