মেরঠ: উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও ফুলপুরের পর ফের উপনির্বাচনে পরাজিত হল বিজেপি। আজ প্রকাশিত হল কৈরানা ও বিজনৌরের নূরপুরে উপনির্বাচনের ফল। দু’টি আসনেই জয়ী বিরোধী প্রার্থীরা। কৈরানা লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী মৃগাঙ্ক সিংহকে ৫৫,০০০ ভোটে হারিয়ে দিয়েছেন আরএলডি প্রার্থী তবাসুম হাসান। এই কেন্দ্রে বিরোধীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিল। তবাসুমকে সমর্থন করে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি ও কংগ্রেস।
নূরপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী অবনী সিংহকে ৫,৬৬২ ভোটে হারিয়ে দিয়েছেন সপা প্রার্থী নইমুল হাসান। এই কেন্দ্রেও বিরোধী দলগুলি ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিল। সেখানে নইমুল ৯৪,৮৭৫ ভোট পেয়েছেন। অবনীর প্রাপ্ত ভোট ৮৯,২১৩। রিটার্নিং অফিসার ধ্রুব ত্রিপাঠি এই তথ্য দিয়েছেন।
নূরপুর বিধানসভা কেন্দ্রটি বিজেপি-র দখলে ছিল। উত্তরপ্রদেশে বিধাসভা নির্বাচনে জিতেছিলেন অবনীর স্বামী লোকেন্দ্র সিংহ চৌহান। ফেব্রুয়ারিতে পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হওয়ায় এই আসনটি খালি হয়। কিন্তু বিজেপি-র পক্ষে এই আসনটি ধরে রাখা সম্ভব হল না।
কৈরানার উপনির্বাচনের ফলের দিকে রাজনৈতিক মহল তাকিয়েছিল। এখানে প্রচার করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ অন্যান্য বিজেপি নেতারা। কিন্তু তা সত্ত্বেও জিততে পারল না বিজেপি। ফল প্রকাশিত হওয়ার পর তবাসুম বলেছেন, ‘সত্যের জয় হয়েছে। ২০১৯-এ কী হতে চলেছে, তার ইঙ্গিত পাওয়া গেল।’
কৈরানা, নূরপুরে ঐক্যবদ্ধ বিরোধীদের কাছে ধাক্কা খেল বিজেপি, জয়ী আরএলডি, সপা
Web Desk, ABP Ananda
Updated at:
31 May 2018 05:17 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -