নয়াদিল্লি :গুজরাতের কাকরাপাড়-এ পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রের তৃতীয় প্ল্যান্টটি সফলভাবে গড়ে তোলার জন্য বিজ্ঞানীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বিজ্ঞানীদের এই সাফল্যের জন্য তিনি ভূয়সী প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন, দেশীয় প্রযুক্তিতে গড়া এই প্ল্যান্ট ‘মেক ইন ইন্ডিয়া’ ক্যাম্পেনের প্রকৃষ্ট উদাহরণ।

৭০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্ল্যান্টটি গড়ার কাজ সম্পন্ন হওয়ার অর্থ হল, এই প্ল্যান্ট এখন রিয়্যাক্টর হিসেবে কাজের নিরিখে স্বাভাবিক অপারেটিং কন্ডিশনে রয়েছে। এই প্ল্যান্ট এখন পারমাণবিক শক্তি উৎপাদন করতে সম্পূর্ণ সক্ষম।



বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভারতের এই সাফল্যের খবর দেশবাসীকে প্রধানমন্ত্রী জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আপ্লুত প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন, ‘কাকরাপাড়-এ পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রের তৃতীয় প্লাস্টটি সফলভাবে গড়ে তোলার জন্য বিজ্ঞানীদের অভিনন্দন জানাচ্ছি। সম্পূর্ণ দেশীয় কারিগরিতে তৈরি ৭০০ এমডব্লিউই কেএপিপি থ্রি রি-অ্যাক্টরটিকে বলা যেতে পারে আমাদের মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেনের প্রকৃষ্ট উদাহরণ। আগামী দিনে আরও নানা সফল প্রোজেক্টের প্রবর্তক এই সাফল্য।‘