চেন্নাই: বুধবার থেকে রাজনৈতিক নেতা হিসেবে যাত্রা শুরু হচ্ছে বিখ্যাত অভিনেতা কমল হাসানের। মাদুরাইয়ে এক জনসভা থেকে তিনি দলের নাম ঘোষণা করবেন। দলের পতাকাও প্রকাশ করা হবে। তার আগে আজ অপর এক বিখ্যাত অভিনেতা তথা রাজনীতিতে প্রবেশ করতে চলা রজনীকান্তের সঙ্গে দেখা করলেন কমল। তিনি চেন্নাইয়ের পয়েজ গার্ডেনে রজনীকান্তের বাড়িতে যান।
কয়েকদিন আগেই কমল বলেন, রজনীকান্ত যদি গেরুয়া শিবিরে যোগ দেন, তাহলে তাঁর সঙ্গে জোট করবেন না। এরপরেই আজ দুই তারকার সাক্ষাৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কমল অবশ্য বলেছেন, ‘এটা রাজনৈতিক সাক্ষাৎ নয়। নেহাতই সৌজন্যবশত আমি রজনীকান্তের সঙ্গে দেখা করেছি। রাজনৈতিক যাত্রা শুরু করার আগে বিভিন্নজনের সঙ্গে দেখা করছি। বন্ধুত্বের খাতিরেই রজনীকান্তের সঙ্গে দেখা করলাম। রজনীকান্ত আমাকে শুভেচ্ছা জানিয়েছেন।’
রজনীকান্ত বলেছেন, ‘কমল খ্যাতি বা অর্থের লোভে রাজনীতিতে প্রবেশ করছে না। ও তামিলনাড়ুর মানুষের জন্য কাজ করতে চায়। আমি ঈশ্বরের কাছে ওর সাফল্য প্রার্থনা করছি।’
কমলের দলের সঙ্গে তাঁর দলের জোটের সম্ভাবনার বিষয়ে রজনীকান্ত বলেছেন, ‘ছবিতেও আমাদের অভিনয়ের ধরন আলাদা। আমরা হাত মেলাব কি না, সেটা সময়ই বলে দেবে। ভবিষ্যতে জাতীয় স্তরের নেতাদের সঙ্গে দেখা করার সুযোগ আসতে পারে।’
দেখা করলেন রজনীকান্তের সঙ্গে, বুধবার রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন কমল হাসান
Web Desk, ABP Ananda
Updated at:
18 Feb 2018 04:56 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -