মেরঠ: ভারতে হিন্দু সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত নিয়ে মন্তব্য করায় শুক্রবার বারাণসীতে অভিনেতা কমল হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এবার অভিনেতার এই মন্তব্য প্রসঙ্গে আক্রমণাত্মক অখিল ভারতীয় হিন্দু মহাসভা সংগঠন। হিন্দু মহাসভার দাবি, এধরনের মন্তব্য করার জন্যে কমল হাসানকে দেখলেই গুলি করে হত্যা করা উচিত। প্রসঙ্গত, বৃহস্পতিবারই কমল হাসান মন্তব্য করেন, ডানপন্থী দলগুলি এখন তাঁদের মতাদর্শ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যে আলোচনা নয়, সন্ত্রাসমূলক কার্যকলাপের আশ্রয় নিচ্ছে। তারা কার্যত জোর করে তাদের ভাবাবেগ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। হিন্দু মহাসভার দাবি, কমল হাসান বা ওই একই মতাদর্শে বিশ্বাসী লোকজনকে দেখলেই সঙ্গে সঙ্গে গুলি বা ফাঁসি দেওয়া উচিত। কারণ, এরফলে পরবর্তী সময় এধরনের কাজ করতে বা বলতে আর কেউ সাহস পাবে না, মত ওই সংগঠনের।
শুক্রবার বেনারসে কমল হাসানের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সেখানে তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ আনা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫১১, ২৯৮, ২৯৫ (এ) ও ৫০৫ (সি) ধারায় মানহানি, অপরাধের চেষ্টা, ধর্মীয় ভাবাবেগ ইচ্ছাকৃতভাবে আঘাত এবং সাম্প্রদায়িক হিংসায় উস্কানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে কমলের বিরুদ্ধে। আজ সেই মামলার শুনানি হওয়ার কথা।
হিন্দু মহাসভার সহ-সভাপতি পণ্ডিত অশোক শর্মার দাবি, হিন্দু মতাদর্শকে যাঁরা অপমান করবেন, তাঁদের এদেশে থাকার কোনও অধিকার নেই। তাঁদের প্রাপ্য শুধুমাত্র মৃত্যুদণ্ড। ওই সংগঠনেরই আর এক নেতার দাবি, কমল হাসানের সমস্ত ছবি বয়কট করা উচিত। এমনকি দলের অন্য সদস্যরাও ওই একই পথে হাঁটছেন। হিন্দুত্ববাদী ওই সংগঠনের দাবি, গোটা দেশবাসীরও ওই একই পথে হাঁটা উচিত।
হিন্দু সন্ত্রাসবাদ নিয়ে মন্তব্য, কমল হাসানকে গুলি করে হত্যা করা উচিত, মত হিন্দু মহাসভার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Nov 2017 12:24 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -