নয়াদিল্লি: প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীই যোগ্যতম ব্যক্তি। ২০১৯-এর লোকসভা নির্বাচনেও তাঁর জয়ী হওয়া উচিত। বললেন কঙ্গনা রানাওয়াত। বাবা মায়ের কারণে নয়, নিজের যোগ্যতায় মোদী এত দূর উঠে এসেছেন বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর শৈশব নিয়ে তৈরি স্বল্প দৈর্ঘ্যের ছবি চলো জিতে হ্যায়-এর স্ক্রিনিংয়ে এসেছিলেন কুইন-এর অভিনেত্রী। সেখানে তিনি বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে যোগ্যতম ব্যক্তি। বাবা মায়ের জোরে নয়, তিনি যা অর্জন করেছেন সবই নিজের ক্ষমতায়। তিনি প্রকৃত গণতান্ত্রিক নেতা। মানুষ ভোট দিয়ে তাঁকে বেছে নিয়েছেন, এই সাফল্য তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না। কঠোর পরিশ্রমের মাধ্যমে এই জায়গায় এসে পৌঁছেছেন তিনি। তাই প্রধানমন্ত্রী হিসেবে তাঁর যোগ্যতা নিয়ে প প্রশ্ন তোলার অবকাশ নেই।
[embed]https://www.instagram.com/p/BlyIEuJBT6X/?utm_source=ig_embed&utm_campaign=embed_loading_state_control[/embed]
ছবিটি সম্পর্কে কঙ্গনা বলেছেন, এতে দেখানো হয়েছে, ছোটবেলা থেকেই প্রধানমন্ত্রী কতটা সংবেদনশীল ছিলেন, অত্যন্ত কঠিন পরিস্থিতি থেকে উঠে এসেছেন তিনি। তবে তাঁর মনে হয়, এই ছবি প্রধানমন্ত্রী সম্পর্কে নয়, বরং সাধারণ মানুষ সম্পর্কে- কীভাবে ঐক্যবদ্ধ সমাজ উন্নতি করতে পারে। এই ছবি তাঁর জীবনের সামান্য একটা অংশ।
তিনি কি চান মোদী আবার ক্ষমতায় আসুন? জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রীর জবাব, অবশ্যই। দেশকে গর্ত থেকে টেনে তুলতে ৫ বছর অত্যন্ত কম সময়। আমাদের দেশ গর্তে পড়েছে, তাকে টেনে তুলতে হবে।
[embed]https://www.instagram.com/p/BlyIUFJnomq/?utm_source=ig_embed&utm_campaign=embed_loading_state_control[/embed]
নরেন্দ্র মোদীই যোগ্যতম, আগামী ৫ বছর তিনি প্রধানমন্ত্রী থাকুন, বললেন কঙ্গনা
ABP Ananda, Web Desk
Updated at:
29 Jul 2018 09:55 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -