নয়াদিল্লি: হোলির দিন হুল্লোড়ে যোগ না দেওয়ায় প্রতিবেশীদের হাতে আক্রান্ত হয়েছিল কানপুরের একটি পরিবার। রড, লাঠি দিয়ে তিন তরুণী সহ পরিবারের প্রত্যেককে মারধর করে পাশের বাড়ির যুবকরা। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু এক সপ্তাহ পার হয়ে গেলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে উত্তরপ্রদেশের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ট্যুইট করে গোটা ঘটনা জানানোর পরেই সুরাহা পেল ওই পরিবার। মুখ্যমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
আক্রান্ত পরিবার কানপুরের কল্যাণপুর অঞ্চলে বাস করে। পরিবারের কর্তা বুদ্ধ গৌতম জানিয়েছেন, তাঁর তিন মেয়ে সহ পরিবারের লোকজনকে মারধর করেছে পাশের বাড়ির যুবকরা। স্থানীয় পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় তাঁরা বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীকে ট্যুইট করেন। এরপরেই মুখ্যমন্ত্রীর দফতর থেকে অপরাধীদের গ্রেফতারের পাশাপাশি মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
আক্রান্ত আস্থা গৌতম বলেছেন, ‘আমরা পুলিশে অভিযোগ জানিয়েছিলাম। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে একটা ট্যুইট করতেই আমাদের বাড়িতে পুলিশ এসেছে।’
পুলিশ সুপার সচিন্দ্র পটেল বলেছেন, কেন স্থানীয় পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়নি, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতার করার চেষ্টা চলছে।
মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে ট্যুইট, পুলিশের সাহায্য পেল আক্রান্ত পরিবার
Web Desk, ABP Ananda
Updated at:
22 Mar 2017 03:17 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -