নয়াদিল্লি:  আজ সারা দেশজুড়ে পালিত হচ্ছে ১৮ তম কার্গিল বিজয় দিবস। সারা দেশ যখন  শহীদ সেনাদের স্মৃতিচারণে ব্যস্ত, তখনই টুইটারে ভারতীয় সেনা জওয়ানদের কার্গিল অবদান নিয়ে একাধিক টুইট করে শ্রদ্ধা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী তাঁর টুইটে সেনা জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, তাঁদের অবদান এবং আত্মবলিদানের জন্যে গর্ববোধ করেন তিনি।তাঁদের লড়াই ও স্বার্থত্যাগের জন্যে সুরক্ষিত থেকেছে সারা দেশের কয়েক কোটি জনসাধারণ। কার্গিল বিজয় দিবস তাঁকে মনে করিয়ে দেয়, ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা সম্পর্কেও, অপর এক টুইটে মন্তব্য মোদীর।





 




ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতিতে গিয়ে শ্রদ্ধা জানিয়ে এসেছেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি সহ সেনাবাহিনীর তিন প্রধান।

জম্মু কাশ্মীরের ড্রাস ওয়ার মেমোরিয়ালে সোমবার থেকেই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করা শুরু হয়েছে। গত রবিবার ইন্ডিয়া গেটে কার্গিল পরাক্রম সমাবেশ নামে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। প্রসঙ্গত, প্রতিবছর এই তারিখে কার্গিল দিবস পালিত হয়। আজ থেকে আঠারো বছর আগে টানা ৬০ দিন লড়াইয়ের পর ১৯৯৯ সালের এই দিনটিতেই কার্গিলে পাকিস্তানের বিরুদ্ধে ভারত জয়লাভ করে।

কার্গিল যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন প্রায় ৫০০ ভারতীয় সেনা জওয়ান।