নয়াদিল্লি: বেঙ্গালুরুতে ২৪ ঘন্টার গোরক্ষা যজ্ঞ শুরু করল কর্নাটক বিজেপি। কেন্দ্রের শাসক দলের কর্নাটক শাখার গোরক্ষা সেল এই কর্মসূচি পালন করছে। রাজ্য বিজেপি সভাপতি বি এস ইয়েদুরিয়াপ্পা, বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি এমপি অনন্ত কুমার যজ্ঞে অংশ গ্রহণ করবেন।
গোরক্ষা সেল জানিয়েছে, গরু তাদের দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা মানুষের কাছে গরুর অপরিহার্যতা, উপকারিতা ব্যাখ্যা করবে। গোরক্ষা যজ্ঞে অখন্ড রামায়ণ পাঠ হবে, সীতার জন্মস্থান জনকপুরীর একটি নাচের দল নৃত্য পরিবেশন করবে বলে জানায় গোরক্ষা সেল।
তাদের আহ্বায়ক সিদ্ধার্থ গোয়েঙ্কা বলেন, পরিবেশের স্বার্থেই যে গোরক্ষার প্রয়োজন, সে ব্যাপারে সচেতনতার প্রসার ঘটাতে চাই আমরা। বেঙ্গালুরুর লেকগুলি ভীষণ ভাবে দূষিত হয়ে গিয়েছে বেআইনি কসাইখানাগুলিতে গোহত্যার জন্য।




যদিও প্রদেশ কংগ্রেস নেতা দীনেশ গুন্ডু রাওয়ের দাবি, কর্নাটকে এ বছরই বিধানসভা নির্বাচনের আগে এই কর্মসূচি আসলে ওদের বিভেদ সৃষ্টির কৌশল।