বেঙ্গালুরু: গৌরী লঙ্কেশ ও কালবুর্গি হত্যা-মামলায় গুরুত্বপূর্ণ সূত্র তদন্তকারী সংস্থার হাতে এসেছে বলে দাবি করলেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী রামলিঙ্গা রেড্ডি।
এদিন, সংবাদমাধ্যমকে রেড্ডি জানান, বামপন্থী সমাজকর্মী এমএস কালবুর্গির হত্যা-মামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে সিআইডি। তিনি যোগ করেন, সাংবাদিক-সমাজকর্মী লঙ্কেশের হত্যাতদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দলের (সিট) হাতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র এসেছে।
যদিও, সেই তথ্য এদিন সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করেননি রেড্ডি। বলেন, তদন্তের স্বার্থে এখনই কিছুই জানানো হচ্ছে না। তবে তদন্ত জোরকদমে এগোচ্ছে। তিনি আশাপ্রকাশ করেন, শীঘ্রই এই দুটি হত্যামামলার সমাধান করতে সক্ষম হবে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা।
লঙ্কেশ ও কালবুর্গির হত্যায় এক অদ্ভুত মিল রয়েছে বলে দাবি উঠলেও, এই দুই ঘটনাকে একসূত্রে বাঁধতে নারাজ রেড্ডি। বলেন, দুটি তদন্ত ভিন্ন সংস্থার হাতে রয়েছে। ফলে, এই নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়।