বেঙ্গালুরু: মৃত্যুর পরও বেঁচে ফেরার মতো ঘটনা কোনও হরর ফিল্মের চিত্রনাট্য বা টেলিভিশনের সিরিয়ালে কখনও সখনও দেখা যায়। কিন্তু বাস্তবে এ ধরনের ঘটনা ঘটতে দেখলে আশ্চর্য হতে হয় বৈকি! এ ধরনের আশ্চর্য ঘটনা ঘটল কর্নাটকের মনাগুন্ডি গ্রামে। আর এর পুরোটাই মানুষের ভুলের কারণে হল।
মনাগুন্ডি গ্রামের ১৭ বছরের কুমার মারেওয়াড়কে কুকুর কামড়েছিল। গত সপ্তাহে প্রবল জ্বরের জন্য পেশায় দিনমজুর কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ভেন্টিলেশনে রাখা হয়। চিকিত্সকরা পরিবারের সদস্যদের বলেন, রোগীর বাঁচার সম্ভাবনা খুবই কম। কারণ, তার সারা দেহে সংক্রমণ ছড়িয়ে গিয়েছে।
পরিবারের সদস্যরা কুমারকে বাড়িতে নিয়ে আসে।এরপর তার শরীরের কোনও নড়াচড়া দেখতে না পেয়ে তাকে মৃত বলে ধরে নেওয়া হয়। কুমারকে শেষকৃত্যের জন্য নিয়ে আসা হয়। শেষকৃত্যের কাজ যখন চলছে তখন সে চোখ মেলে তাকায় এবং হাত-পাও নাড়তে শুরু করে।
সঙ্গে সঙ্গে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। এখন সে ভেন্টিলেশনে রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
শেষকৃত্যের সময় চোখ মেলে তাকাল ‘মৃত’ কিশোর !
ABP Ananda, web desk
Updated at:
20 Feb 2017 11:34 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -