ভিডিওতে দেখা যাচ্ছে, যন্ত্রনাকাতর তরুণ অসহ্য যন্ত্রনায় সাহায্যের আর্তি জানিয়ে চিত্কার করছে। রক্তে ভেসে যাচ্ছে তার শরীর থেকে। এরইমধ্যে একজন তাঁর মুখে একটু জল দিলেন।
পুলিশ সূত্রে খবর, গতকাল আনওয়ার আলি নামে ওই তরুণ কাজে যাচ্ছিল। সেই সময় সরকারি পরিবহণ সংস্থার একটি বাস তাকে ধাক্কা মারার পর পিষে দিয়ে চলে যায়।
পুলিশ জানিয়েছে, পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা আর হয়নি। আনওয়ার মারা যায়।
তার ভাই রিয়াজের আক্ষেপ, সবাই ওর ভিডিও ও ছবি তুলল। কিন্তু কেউ হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে এগিয়ে আসেনি। হাসপাতালে নিয়ে আসতে ১৫-২০ মিনিট দেরী হয়ে যায়। কেউ সঙ্গে সঙ্গে সাহায্য এগিয়ে এল হয়ত আনওয়ার প্রাণে বেঁচে যেত।
এক প্রত্যক্ষদর্শী বলেছেন, লোকজন জখম তরুণকে দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিল। ওই তরুণের শরীরে থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, আঘাত ছিল গুরুতর।