শ্রীনগর: কাশ্মীরের অনন্তনাগে ব্যাঙ্ক লুঠ। সোমবার বোরখার আড়ালে থাকা বন্দুকধারীরা সেখানকার আরওয়ানি গ্রামে জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কের শাখায় ঢুকে ৫.২০ লক্ষ টাকা ছিনতাই করে চলে যায়।


পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা সংখ্যায় ছিল ৩-৪জন। পুলিশ প্রাথমিক তদন্তে এই লুঠে হিজবুল মুজাহিদিন জঙ্গিদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের মুখপাত্র বলেন, সিসিটিভি ফুটেজের সাহায্য নিয়ে প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, হিজবুল সন্ত্রাসবাদীরা এই অপরাধে যুক্ত। ওদের ধরার চেষ্টা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালের দিকে ব্যাঙ্কে ঢুকেই বোরখার ছদ্মবেশ ছেড়ে বন্দুক উঁচিয়ে লুঠ করে চলে যায় হানাদাররা। কম্পিউটার সহ ব্যাঙ্কের আসবাবপত্রও ভাঙচুর করে তারা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত নভেম্বরে ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণার পর পরপর বেশ কয়েকটি ব্যাঙ্ক ডাকাতির জেরে দক্ষিণ কাশ্মীরে বিভিন্ন ব্যাঙ্কে নগদ লেনদেন বন্ধ ছিল বেশ কিছুদিন। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় ফের নগদ টাকা তোলা, জমা নেওয়া শুরু হয়।

গত প্রায় তিন মাসে আজই প্রথম দিনেদুপুরে ডাকাতি হল ব্যাঙ্কে।

কাশ্মীর উপত্যকায় ব্যাঙ্ক ও এটিএমে লুঠ করে লস্কর-ই-তৈবার সন্ত্রাসবাদী কার্যকলাপে সাহায্য করার জন্য গত মাসে উত্তরপ্রদেশের মুজফফরনগর থেকে সন্দীপ কুমার শর্মা নামে এক যুবককে গ্রেফতার করে জম্মু ও কাশ্মীর পুলিশ।