শ্রীনগর: পাথরবাজদের মূল স্রোতে ফেরাতে চেষ্টার ত্রুটি রাখছে না জম্মু কাশ্মীর সরকার। ৪,৩২৭ জন অভিযুক্তের ওপর থেকে মামলা প্রত্যাহার করছে তারা।
ডিজিপির নেতৃত্বে উচ্চ ক্ষমতাশালী একটি কমিটি গতকাল রাজ্য সরকারকে এই প্রস্তাব দেয়। তা গ্রহণ করে মেহবুবা সরকার।
এর আগে মেহবুবা মুফতি সরকার ২০০৮-২০১৪ পর্যন্ত যাবতীয় পাথর ছোঁড়ার ঘটনায় যুক্ত তরুণদের বিরুদ্ধে অভিযোগগুলি খতিয়ে দেখার নির্দেশ দেয়। ক্ষমতায় আসার ২ মাসের মধ্যে ৬৩৪ জন তরুণের ওপর থেকে প্রত্যাহার করে নেওয়া হয় ১০৪টি মামলা। কিন্তু জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে কাশ্মীরে বিরামহীন হিংস্র বিক্ষোভের জেরে সেই পদক্ষেপ থমকে যায়।
এরপর আবার পরিস্থিতির একটু উন্নতি হওয়ায় মুখ্যমন্ত্রী ৭৪৪টি মামলায় অভিযুক্ত ৪,৩২৭ জনের ওপর থেকে অভিযোগ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৮৪৮টি মামলার ৪,৯৫৭ জনের ওপর থেকে মামলা তুলে নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী আবার ওই কমিটিকে নির্দেশ দিয়েছেন ২০১৫ থেকে এখনও পর্যন্ত সব মামলা নতুন করে খতিয়ে দেখতে।
গত সপ্তাহে মেহবুবা ঘোষণা করেন, প্রথমবার যারা পাথর ছুঁড়েছে, তাদের ওপর থেকে মামলা প্রত্যাহার করা হবে। কেন্দ্র প্রেরিত বিশেষ দূত দীনেশ্বর শর্মার পরামর্শে এই সিদ্ধান্ত নেন তিনি। কেন্দ্রের এই পদক্ষেপে আলোচনার পরিবেশ সৃষ্টি হবে বলে তিনি মন্তব্য করেছেন।
গত বছর জুলাইয়ে বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে এখনও পর্যন্ত পাথরবাজদের বিরুদ্ধে সাড়ে এগারো হাজার মামলা রুজু হয়েছে।
পাথরবাজদের ওপর থেকে মামলা প্রত্যাহার করে নিচ্ছে কাশ্মীরের মেহবুবা সরকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Nov 2017 10:56 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -