শ্রীনগর: কর্তব্যের ডাকে সাড়া দিয়ে রমজানের উপবাস ভেঙে ক্যান্সার আক্রান্ত এক মহিলাকে রক্ত দিলেন সিআরপিএফের দুই জওয়ান। বিপদে, আপদে কাশ্মীর উপত্যকার মানুষের পাশে দাঁড়াতে 'মদতগার' কর্মসূচি হাতে নিয়েছে আধা সামরিক বাহিনী। গত বছরের জুনে শুরু হয় সপ্তাহের সাতদিন ২৪ ঘন্টার ওই কর্মসূচি। তাদের হেল্পলাইনে কয়েকদিন আগে ফোন করে কিস্তোয়ারের বাসিন্দা জনৈক অনিল সিংহ আবেদন করেন, লিউকোমিয়ায় আক্রান্ত তাঁর বোন পূজা দেবীর জন্য রক্তের ব্যবস্থা করতে হবে।
সিআরপিএফের জনৈক অফিসার জানান, পূজা দেবীর ৬ ইউনিট রক্তের প্রয়োজন ছিল। অনিলের পরিবারের লোকজন নিজেরাই ২ ইউনিটের ব্যবস্থা করেন, বাকি ৪ ইউনিটের জোগাড় বাকি ছিল। শ্রীনগরে নিযুক্ত বাহিনীর চার জওয়ান এসআই সঞ্জয় পাসোয়ান, কনস্টেবল রামনিবাস, মুদাসির রসুল ভাট, মহম্মদ আসলাম মীর, নিজেরাই এগিয়ে এসে রক্ত দেন। ভাট, মীর রোজা এজন্য রোজা ভাঙেন।
ওই মহিলা যে শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে ভর্তি আছেন, সেখানেই চারজন রক্ত দেন।
প্রায় মদত হেল্পলাইনে ফোন করে মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত নিজের সদ্যোজাত সন্তানের জন্য সাহায্য প্রার্থনা করেন দু সপ্তাহ আগে আসিক হুসেন নামে ডোডার এক বাসিন্দা। বাচ্চাটির দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন ছিল। সঙ্গে সঙ্গে একটি পয়সাও না নিয়ে সরকারি হাসপাতালে বাচ্চাটির সার্জারির ব্যবস্থা করে সিআরপিএফ।