কাশ্মীর: জম্মু ও কাশ্মীরের ডিস্ট্রিক্ট ডেভেলাপমেন্ট কাউন্সিল (ডিডিসি) ভোট গণনা চলছে। ২৮০ আসনের জন্য সম্প্রতি ভোট গ্রহণ করা হয়েছিল। ভোটে বিজেপির পারফরম্যান্সের দিকে নজর রয়েছে বিশেষজ্ঞদের। এই নির্বাচনে উপত্যকার স্থানীয় প্রশাসনে আধিপত্য বিস্তারই বিজেপির লক্ষ্য।
এখনও পর্যন্ত ভোট গণনার প্রবণতা অনুযায়ী অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লেয়ারেসন (পিএজিডি) এগিয়ে রয়েছে। দ্বিতীয় স্থানে বিজেপি। কংগ্রেস রয়েছে তৃতীয় স্থানে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে, গুপকর জোট ৮৪ আসনে এগিয়ে। জিতেছে ৪ আসনে। বিজেপি ৪৩ আসনে এগিয়ে। জিতেছে দুটি আসনে। কংগ্রেস ২০ আসনে এগিয়ে, জয়ী এক আসনে। জেকেএপি এক আসনে জয়ী এবং ৬ আসনে এগিয়ে। অন্যান্যরা অন্যরা ৪৩ আসনে এগিয়েছে ও সাত আসনে জয়ী হয়েছে।
৩৭০ ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরে ডিস্ট্রিক্ট ডেভেলাপমেন্ট কাউন্সিলের নির্বাচন প্রথম। ৩৭০ ধারা অবলুপ্তির ফলে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার অবসান হয়েছে এবং সাবেক রাজ্যটি দুটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে বিভক্ত হয়েছে। তাই এই নির্বাচনের ফলাফল কেন্দ্রের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে সেখান মানুষের মনোভাবের একটা আভাস জানা যাবে বলে মনে করা হচ্ছে।
এই নির্বাচনে টক্কর মূলত বিজেপির সঙ্গে গুপকর জোটের। গুপকর আবদুল্লাদের নেতৃত্বাধীন ন্যাশনাল কনফারেন্স (এনসি), মুফতি মহম্মদ সইদের নেতৃত্বাধীন পিডিপি সহ ছয় দলের জোট। এই দলগুলির সাধারণ কর্মসূচীর মধ্যে রয়েছে ৩৭০ ধারা পুনর্বহাল। কংগ্রেস প্রাথমিকভাবে এই জোটে সামিল হয়েছিল। কিন্তু পরে এই জোট থেকে দূরত্ব তৈরি করে কংগ্রেস। শেষ সাত দফায় এককভাবে নির্বাচনে লড়াই করেছে কংগ্রেস। তবুও জোটের সঙ্গে তাদের একটা বোঝাপড়া রয়েছে বলেই অনেকে পর্যবেক্ষকরই অনুমান।
Kashmir DDC Election Results: জম্মু ও কাশ্মীরে ডিডিসি নির্বাচনে ভোট গণনায় এগিয়ে গুপকর জোট, জমি তৈরি করতে পারবে বিজেপি?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Dec 2020 02:54 PM (IST)
জম্মু ও কাশ্মীরের ডিস্ট্রিক্ট ডেভেলাপমেন্ট কাউন্সিল (ডিডিসি) ভোট গণনা চলছে। ২৮০ আসনের জন্য সম্প্রতি ভোট গ্রহণ করা হয়েছিল। ভোটে বিজেপির পারফরম্যান্সের দিকে নজর রয়েছে বিশেষজ্ঞদের। এই নির্বাচনে উপত্যকার স্থানীয় প্রশাসনে আধিপত্য বিস্তারই বিজেপির লক্ষ্য।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -