শ্রীনগর: ঘরছাড়া পণ্ডিতরা যদি ফিরে আসেন, তবে কাশ্মীরের মুসলিম প্রধান চরিত্র বদলে যাবে। এই অভিযোগে পণ্ডিতদের ঘরে ফেরানো সংক্রান্ত কেন্দ্রীয় প্রকল্প বানচাল করতে উঠে পড়ে লেগেছে উপত্যকার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি। একইসঙ্গে তাদের দাবি, উপত্যকায় সৈনিক কলোনি তৈরি করা যাবে না। সরকারি প্রকল্প ভেস্তে দিতে হুরিয়ত কনফারেন্সের বেশ কয়েকটি শাখা ও জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট এ ব্যাপারে যৌথ পরিকল্পনা নিয়েছে। হায়দারপোরায় বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি গিলানির বাসভবনে রবিবার এ নিয়ে বৈঠক করেছে তারা। যাতে এই বৈঠক না হয়, তাই হুরিয়ত নেতাদের গৃহবন্দি করেছিল পুলিশ। কিন্তু ঠিক বৈঠকের আগে তাদের ছেড়ে দেওয়ায় প্রশ্ন উঠেছে মেহবুবা সরকারের সদিচ্ছা নিয়ে।
বৈঠকের পর হুরিয়ত চেয়ারম্যান গিলানি অভিযোগ করেন, কাশ্মীরের ধর্মভিত্তিক চরিত্র বদলে দিতে ঘরছাড়া পণ্ডিত ও প্রাক্তন সেনাকর্মীদের জন্য কলোনি বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ভারত চায়, অ-কাশ্মীরীদের এখানে এনে উপত্যকার মুসলিম জনগোষ্ঠীকে সংখ্যালঘু করে ফেলতে। এর বিরুদ্ধে এককাট্টা হওয়ার জন্য তরুণ কাশ্মীরীদের ডাক দিয়েছেন তিনি। তাঁর আহ্বান, ন্যাশনাল কনফারেন্স, পিপলস ডেমোক্র্যাটিক পার্টি ও কংগ্রেসের থেকে দূরে থেকে বিচ্ছিন্নতাবাদীদের ছাতার তলায় এলেই কাশ্মীরের মুসলিম প্রধান চরিত্র বাঁচিয়ে রাখা সম্ভব।
গিলানির বক্তব্য, ঘরছাড়া পণ্ডিতদের যদি কাশ্মীরে ফেরাতে হয়, তবে তাঁদের পুরনো জায়গাতেই ফেরাতে হবে, নতুন করে কলোনি বানানো চলবে না। একই দাবি করেছেন আর এক বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতা মীরওয়াইজ উমর ফারুক। তাঁদের দাবি, নয়াদিল্লি চায়, কাশ্মীরী মুসলিমদের কট্টরপন্থী, গোঁড়া হিসেবে চিহ্নিত করতে, দেখাতে চায়, পণ্ডিতদের নিরাপত্তা নেই, তাই কলোনি বসানোর ভাবনা।
উপত্যকায় প্রাক্তন সেনা কর্মীদের কলোনি বসানোর সিদ্ধান্তও কোনওমতে মানতে রাজি নন এই বিচ্ছিন্নতাবাদী নেতারা। তাঁদের দাবি, অ-কাশ্মীরীদের নিয়ে এসে আসল কাশ্মীরীদের সংখ্যালঘু করে ফেলার জন্যই কেন্দ্রের এই চক্রান্ত। পাঁচলাখের বেশি বিহারী শ্রমিককেও কাশ্মীরে নিয়ে আসার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তাঁরা। এর বিরুদ্ধে একজোট হওয়ার জন্য সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়েছেন।
২০০৮-এ অমরনাথ তীর্থযাত্রীদের জন্য জমি অধিগ্রহণ ভেস্তে দিতে এক ছাতার তলায় এসেছিল নিজ নিজ স্বার্থের খোঁজে ব্যস্ত থাকা এই বিচ্ছিন্নতাবাদীরা। পণ্ডিত ইস্যুতে আবার তারা এককাট্টা হয়েছে।
পণ্ডিতদের ঘরে ফেরা, সৈনিক কলোনি রুখতে এককাট্টা কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jun 2016 08:40 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -