জানা গিয়েছে, ওই ক্রিকেটাররা মধ্য কাশ্মীরের গান্ডেরবালের কালমুল এলাকার এক ক্রিকেট ক্লাবের সদস্য। পাকিস্তানের এক নিউজ পোর্টাল দাবি করেছে, ২ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন চেনানি-নাসরি সুড়ঙ্গের উদ্বোধনে কাশ্মীরে এসেছিলেন, তখন তারা ওই ক্রিকেট ম্যাচ খেলছিল।
গান্ডেরবালের ওয়াইল মাঠে হয় ওই ম্যাচটি। ভিডিওয় শোনা যাচ্ছে, ঘোষণা করা হচ্ছে, ম্যাচের আগে পাক জাতীয় সঙ্গীত গাওয়া হবে।
তবে প্রতিদ্বন্দ্বী দলটির পরনে ছিল সাদা ক্রিকেটের পোশাক।
অভিযুক্তদের মুক্তির দাবিতে স্থানীয় মানুষ বিক্ষোভ শুরু করেছে।
দেখুন সেই ভিডিও