নয়াদিল্লি: দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্কের জেরে এক কাশ্মীরি তরুণীকে আটক করে হেনস্থার অভিযোগ উঠল নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে।
বাংলাদেশে ডাক্তারির ছাত্রী ওই তরুণী শ্রীনগরের রাজবাগের বাসিন্দা। ঢাকা থেকে কলকাতা হয়ে দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সঙ্গে বন্ধুরাও ছিলেন। তাঁর ব্যাগে বোমা রয়েছে বলে লেখা রয়েছে দেখে সন্দেহ হয় বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের। ওই তরুণীকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। অবশেষ সন্দেহজনক কিছু না পেয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
গোটা ঘটনায় ক্ষুব্ধ জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বিষয়টিতে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। তার প্রেক্ষিতে বিস্তারিতভাবে ঘটনাটি জানতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।
‘ব্যাগে বোমা আছে,’ লেখা দেখেই কাশ্মীরের ডাক্তারি ছাত্রীকে হেনস্থা দিল্লি বিমানবন্দরে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jun 2016 06:59 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -