নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে কাশ্মীরের এক বালিকা। তার আবহাওয়ার খবর দেখতে হুড়োহুড়ি নেটিজেনদের মধ্যে।


কাশ্মীরের শোপিয়ান জেলার কন্যা ইদুহা ইকবালের বয়স ১৫ বছর। আপাতত তার করা আবহাওয়ার খবর দেখতে ব্যস্ত সকলে। টুইটারে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে একটি পাথরের টুকরোকে মাইক্রোফোনের মতো করে ধরে রয়েছে ইদুহা। তারপর রীতিমতো পেশাদার সাংবাদিকদের মতো করে উপত্যকার আবহাওয়ার গতিপ্রকৃতি গড়গড় করে বলে চলেছে। সাংবাদিকদের পাশাপাশি অনেক সেলিব্রিটিও কাশ্মীরি-কন্যার উপস্থাপনা দেখে মুগ্ধ।

দেখুন সেই ভিডিওটি:





এক মিনিট ১৯ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটিতে ইদুহা জানিয়েছে, ক্রমাগত তুষারপাতের ফলে কাশ্মীরের অনেক জায়গায় প্রায় একতলা বাড়ির সমান উচ্চতার বরফ জমে রয়েছে। স্থানীয় বাচ্চারা কীভাবে বরফের মধ্যে একটা গোপন সুড়ঙ্গ তৈরি করেছে, সেটিও ভিডিওটিতে তুলে ধরেছে সে। দুই খুদের সাক্ষাৎকারও নিয়েছে ইদুহা। খুদে কন্যার উপস্থাপনা এবং কথা বলার সময় তার আত্মবিশ্বাস দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলেই।