শ্রীনগর: অশান্ত উপত্যকায় ক্রমশ দীর্ঘ হচ্ছে শরিয়তি কালো ছায়া। সংবাজ অ্যাসোসিয়েশন জম্মু অ্যান্ড কাশ্মীর নামে ভুঁইফোঁড় এক সংগঠন হুমকি দিয়েছে, মেয়েদের টু হুইলার চালাতে দেখলে ওই স্কুটি সহ তাঁদের পুড়িয়ে মারবে তারা। তারাই উপত্যকায় নিরাপত্তা বাহিনীর ওপর পাথর ছোঁড়ে বলে দাবি করে ওই সংগঠন শ্রীনগরের প্রাণকেন্দ্র লাল চকের দেওয়ালে দেওয়ালে পোস্টার মেরেছে, মেয়েদের অনুরোধ করা হচ্ছে, কেউ যেন টু হুইলার না চালান। যদি দেখা যায়, কোনও মেয়ে টু হুইলার চালাচ্ছেন, তবে ওই টু হুইলারের সঙ্গে তার আরোহীকেও পুড়িয়ে মারা হবে।

জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন ও লস্কর ই তৈবার পোস্টারও দেখা যাচ্ছে দক্ষিণ কাশ্মীরে। ওই এলাকাতেই নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা চলছে সবথেকে বেশি। পোস্টারে সাধারণ মানুষকে আন্দোলন চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে, মহিলাদের বলা হয়েছে, ঘরের বাইরে না বার হতে। সরকারি কর্মীদের অফিসে যেতে বারণ করা হয়েছে। সৈয়দ আলি শাহ গিলানি, মিরওয়াইজ উমর ফারুক ও ইয়াসিন মালিকদের মত বিচ্ছিন্নতাবাদীরা অশান্তি জিইয়ে রাখতে ৫ তারিখ পর্যন্ত ধর্মঘট ডেকেছে। লস্কর ই তৈবা হুমকি দিয়েছে, যদি কাশ্মীরীরা এই ধর্মঘট না মানার চেষ্টা করে, তবে তাদের কঠোর শাস্তি পেতে হবে।

পাথর ছোঁড়া সংগঠনটি আবার কয়েকটি দোকান ও ব্যাঙ্কের নাম করে তাদের এই মুহূর্তে কাজকর্ম বন্ধ করতে বলেছে। কথা না শুনলে চরম শাস্তির হুমকি দিয়েছে তারা। বিচ্ছিন্নতাবাদ ও জেহাদের সমর্থনে গান গাওয়া ও প্রার্থনা করার জন্য মসজিদগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই পোস্টারগুলির পিছনে কারা রয়েছে জানতে উঠে পড়ে লেগেছে পুলিশ। তাদের দাবি, এইসব পোস্টারে ভয় পাওয়ার কোনও কারণ নেই, সাধারণের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। মেয়েদের স্বাভাবিকভাবে টু হুইলার চড়ারও অনুরোধ করেছে তারা।