দেশের অন্যান্য অংশের মতো জম্মু ও কাশ্মীরেও স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। যদিও বিচ্ছিন্নতাবাদীরা বনধের ডাক দেওয়ায় প্রশাসনের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কড়াকড়ি করা হয়েছিল। স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠান অবশ্য হয়। তবে নজর কেড়ে নিয়েছেন ওই মহিলা। এই ভিডিওতে তাঁর দেশপ্রেমের প্রমাণ পাওয়া গিয়েছে। যেভাবে বিচ্ছিন্নতাবাদীদের হুঁশিয়ারি উপেক্ষা করে কাশ্মীরে তিনি ‘ভারত মাতা কি জয়’ বলেছেন, তার তারিফ করছেন সবাই।