নয়াদিল্লি: ৫০০ ও ১০০০ টাকা বাতিল করা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর আরও চড়ানোর জন্য আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীবালের ডাকে দিল্লির সবচেয়ে বড় সবজি বাজার আজাদপুর মাণ্ডিতে আয়োজিত এক সভায় যোগ দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল এগারোটায় এই সভা শুরু হবে বলে ট্যুইট করে জানিয়েছেন কেজরীবাল।

এই সভায় নোট-সমস্যায় জর্জরিত প্রত্যেককে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন কেজরীবাল। তিনি বলেছেন, মমতাও কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। তিনিও এই সভায় কৃষক, ব্যবসায়ী, শ্রমিকদের উদ্দেশে বক্তব্য পেশ করবেন।

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন কেজরীবাল। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে তদন্ত শুরু করারও দাবি জানিয়েছেন তিনি। তাঁর দাবি, বিজেপি-কে সুবিধা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যেই নোট বাতিল করা হয়েছে।

বুধবার নোট বাতিলের প্রতিবাদ জানাতে রাষ্ট্রপতি ভবনে যান মমতা। তাঁর সঙ্গে ছিলেন কেজরীবালের দলের বিধায়ক ভগবন্ত মান। তৃণমূলের মতোই আম আদমি পার্টিরও দাবি, নোট বাতিলের ফলে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে। সেই কারণেই আজাদপুরের সভা থেকে কেন্দ্রকে আক্রমণ করতে তৈরি মমতা ও কেজরীবাল।