নয়াদিল্লি: পূর্ত দফতরে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের এক আত্মীয়কে গ্রেফতার করল দুর্নীতি-দমন বিভাগ (এসিবি)।


এসিবি-র এক শীর্ষ কর্তা জানান, বৃহস্পতিবার সকালে উত্তর-পশ্চিম দিল্লির পিতমপুর অঞ্চলের বাসভবন থেকে কেজরীবালের শ্যালক-পুত্র বিনয় বনসলকে গ্রেফতার করা হয়।


এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আম আদমি পার্টি। দলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি কালিমালিপ্ত করা এবং তাঁর আত্মীয়কে হয়রান করাই লক্ষ্য পুলিশের।


দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার দাবি, গত তিন বছরে দিল্লি পুলিশ ও এসিবি কেবলমাত্র কেন্দ্রীয় সরকার ও লেফটেন্যান্ট গভর্নরের হয়ে কাজ করে চলেছে। তারা শুধু আপ নেতা ও তাঁদের আত্মীয়দের হয়রান করছে।


প্রসঙ্গত, গত বছরের মে মাসে পূর্ত দফতর কেলেঙ্কারি মামলায় তিনটি এফআইআর দায়ের করেছিল এসিবি। এর মধ্যে একটি এফআইআর ছিল কেজরীবালের শ্যালক সুরেন্দ্র বনসালের সংস্থা রেণু কনস্ট্রাকশনসের বিরুদ্ধে।


অভিযোগে বলা হয়েছে, কেজরীবাল ও দিল্লির পূর্তমন্ত্রী সত্যেন্দ্র জৈন নিজেদের দফতরের ক্ষমতার অপব্যবহার করে বনসলকে চুক্তি পাইয়ে দিতে সাহায্য করেছে। যদিও, ২ মন্ত্রীর নাম এফআইআরে নেই।


রাজধানী অঞ্চলে যত নির্মাণ প্রকল্পের কাজ হয়, তার ওপর নজরদারি চালায় রোডস অ্যান্টি কোরাপশন অর্গানাইজেশন (রাকো)। তারা অভিযোগ করে, উত্তর-পশ্চিম দিল্লিতে একটি নিকাশি-ব্যবস্থার নির্মাণ করতে আর্থিক অনিয়মে জড়িত ছিল বনসালের সংস্থা। অভিযোগ ওঠে, অসমাপ্ত কাজ করে ভুয়ো বিল পূর্ত দফতরে পেশ করেছিল বনসলের সংস্থা।