শনিবার কান্নুরে অসংখ্য মানুষের সামনে প্রকাশ্য দিনের আলোয় একটি বাছুর কাটেন কংগ্রেস কর্মীরা। বাম ও কংগ্রেস কর্মীরা বিফ ফেস্টের আয়োজন করেছিলেন, সেখানেই কাটা হয় বাছুরটি। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কেরলের কয়েকজন যুব কংগ্রেস কর্মীকে গ্রেফতার করল পুলিশ। যদিও রিজিল মাকুলতি নামে যে যুব কংগ্রেস কর্মীর নেতৃত্বে গো হত্যা ঘটেছে, তিনি জানিয়েছেন, তাঁর কোনও অনুশোচনা নেই। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
কেরলের বিজেপি সভাপতি কুম্মানাম রাজাশেখরণ টুইটারে ওই গোহত্যার ভিডিও পোস্ট করেন। এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি বলেছে, ডিওয়াইএফআই ও যুব কংগ্রেস কর্মীরা কসাইয়ে পরিণত হয়েছে, মানুষের তাঁদের থেকে সাবধান থাকা উচিত। যেভাবে প্রতিবাদ মঞ্চে মৃত জন্তুর কাটা মাথা রাখা হয়েছে, তা কোনও স্বাভাবিক মানুষের পক্ষে করা সম্ভব নয় বলে মন্তব্য করেছে তারা। রাজ্যে ক্ষমতাসীন সিপিএমও ঘটনার নিন্দা করে মন্তব্য করে, এ ধরনের যুক্তিহীন প্রতিবাদের পথে না হাঁটা উচিত ছিল, এতে সঙ্ঘ পরিবারের হাত শক্ত হবে।
এভাবে গোহত্যায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে বুঝতে পেরে চরম অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। তারা ওই ঘটনা থেকে নিজেদের আলাদা করার চেষ্টা চালাচ্ছে, বলেছে, দল এ ধরনের কাজ সমর্থন করে না। রাহুল গাঁধী টুইটারে এই ঘটনার নিন্দা করেছেন। তিনি লিখেছেন, কেরলে যেটা হয়েছে, সেটা বর্বরোচিত ঘটনা। এটা মেনে নেওয়া যায় না। এই ঘটনার তীব্র নিন্দা করছেন তিনি।