তিরুঅনন্তপুরম  : ক্যান্সার। এই রোগের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হলেও, রোগটার নাম শুনলে আজও মানুষের মনে ভয় ধরে। কেমোথেরাপি, রেডিয়েশনের মতো চিকিৎসা পদ্ধতি থাকলেও তার পার্শ্বপ্রতিক্রিয়া মানুষকে কষ্ট দেয়। কেমোথেরাপি দিয়ে রোগ সারলেও সাময়িকভাবে চুল উঠে যাওয়া চিকিৎসা পদ্ধতির অঙ্গ। এমন রোগীদের পাশে দাঁড়ালেন কেরলের তিরুঅনন্তপুরম সরকারি ডেন্টাল কলেজ। সাত নভেম্বর ছিল জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস। এই দিনে এক অভিনব উদ্যোগ নিয়েছিলেন এই কলেজের পড়ুয়ারা।


আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির ক্যান্সার রোগীদের সাহায্যার্থে চুল ও উইগ দানের সিদ্ধান্ত নিয়েছিলেন কেরলের এই কলেজের ছাত্রছাত্রীরা। এখনও পর্যন্ত ২০০ জন এগিয়ে এসেছেন। কেমোথেরাপি চলছে এমন ২ জন রোগীকে উইগ দিয়েছেন তাঁরা।

ডেন্টাল কলেজের এক ছাত্র বিমল জোশে জানিয়েছেন, লকডাউনের সময় এই ধরনের উদ্যোগের পরিকল্পনা করা হয়েছিল। তাঁর কথায়, ’’প্রথমে আমরা ভেবেছিলাম লকডাউন পর্বে আমরা কেউ চুল না কাটিয়ে বাড়তে দেব। লকডাউন উঠলে সেই চুল ক্যান্সার রোগীদের সাহাযার্থে দান করব। আমরা ভেবেছিলাম মঞ্চ তৈরি করে উইগ দানের অনুষ্ঠানও করব।কিন্তু লকডাউন এতটাই দীর্ঘমেয়াদি হল, যে আমরা ওই পরিকল্পনা তখন বাস্তবায়িত করতে পারিনি।‘‘

তবে ওই পড়ুয়া জানিয়ে্ছেন যাদের উইগ প্রকৃত প্রয়োজন তাঁদের হাতে যেন যায়, সেটাও তাঁরা খেয়াল রেখেছেন।বিমল জোশে জানিয়েছেন রিজিওনাল ক্যান্সার সেন্টারের কাছে তাঁদের কলেজ। ফলে কাদের উইগ প্রকৃত প্রয়োজন, কাদের নয়, সেটা তাঁরা বুঝতে পারেন সহজেই। এমন ৩০ জন রোগীকে সাহায্য করার জন্য কোচির একজন উইগ প্রস্তুতকারীর সঙ্গে তাঁরা যোগাযোগ করেছেন। উইগের দাম পড়ে আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে। ফলে ৭৫ হাজার টাকা তোলার পরিকল্পনা রয়েছে তাঁদের।

তাঁদের এই অভিনব উদ্যোগের পাশে দাঁড়িয়েছে মালয়লম ফিল্ম ইন্ডাস্ট্রি। বেশ কয়েকজন তারকা তাঁদের এই অনুষ্ঠানের পোস্টার শেয়ার করেছেন। ফলে অনেকেই এগিয়ে এসেছেন।