তিরুঅনন্তপুরম: কেরল সরকার রবিবার রাজ্যে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আগামী পুরো একটা বছর সুরক্ষাবিধির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করল। প্রকাশ্যে মাস্ক পরা, সামাজিক দূরত্ববিধি মেনে চলা বাধ্যতামূলক হচ্ছে।  কর্মস্থল ও অন্য সব জায়গায়, যেখানে জনসমাগম হয়, মাস্ক পরতেই হবে। সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে চলতে হবে। সরকারি আদেশানুসারে বিয়ের আসরে সর্বোচ্চ ৫০ জন, শেষকৃত্যানুষ্ঠানে ২০ জন উপস্থিত থাকতে পারবেন। আগাম সরকারি অনুমতি ছাড়া কোনও সামাজিক জমায়েত বা অনুষ্ঠান করা যাবে না। দোকানপাট বা অন্যান্য বাণিজ্যিক কেন্দ্রে একসঙ্গে সর্বোচ্চ ২০ জন থাকতে পারবেন, ৬ ফুটের সামাজিক দূরত্ব বজায় রাখতে সেটাও নির্ভর করবে সেই দোকান বা প্রতিষ্ঠান কোন এলাকায় তার ওপর। এই  নিয়ম না মানার শাস্তি ১০ হাজার টাকা জরিমানা অথবা দু বছরের জেল।


রাজ্য মহামারি সংক্রান্ত অর্ডিন্যান্স সংশোধন করে সামাজিক সুরক্ষাবিধির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশোধিত অর্ডিন্যান্স ২০২১ এর জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।


এদিকে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির জেরে রাজধানী তিরুঅনন্তপুরম আগ্নেয়গিরির ওপর বসে রয়েছে, গোষ্ঠী সংক্রমণ হবে না, এমন কথা  ভরসা দিয়ে বলার মতো অবস্থা নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন কেরলের পর্যটনমন্ত্রী কাদাকামপল্লী সুরেন্দ্রন। তিনি জানিয়েছেন, ভাইরাস সংক্রমণ রোধে জেলায় আরও অ্যান্টিজেন টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলেছেন, তিরুঅনন্তপুরমের পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে, এতদিন খোঁজ না মেলা করোনা সংক্রমিতের সংখ্যা বাড়তে থাকায়। কন্টেনমেন্ট এলাকাগুলিতে বহাল বিধিনিষেধ এবার আরও কঠিন হতে চলেছে, ফুড ডেলিভারি বয়দেরও কোভিড-১৯ পরীক্ষা করানো হবে।


শনিবারই তিরুঅনন্তপুরমে ১৬টি সহ গোটা রাজ্য থেকে ২৪০টি নতুন সংক্রমণের খবর আসায় কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ৫০০০ ছাড়িয়েছে।  রাজ্যে একদিনে সংক্রমণের সর্বোচ্চ সংখ্যা ছিল গতকালই।