নয়াদিল্লি: কেরলে দশম আন্তর্জাতিক তথ্যচিত্র ও স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবে তিনটি ছবির প্রদর্শনে বাদ সেধেছে কেন্দ্রের তথ্য-সম্প্রচার মন্ত্রক। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের দলিত ছাত্র রোহিত ভেমুলা আত্মহত্যা, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র-আন্দোলন ও বিশ্ববিদ্যালয়ের একদল কাশ্মীরী পড়ুয়ার জীবনযাপন অবলম্বনে তৈরি এই তিনটি তথ্যচিত্র প্রদর্শনের অনুমতি খারিজ করে দিয়েছে কেন্দ্র। এ জন্য কোনও কারণ অবশ্য দেখানো হয়নি। কেন্দ্রের এই সিদ্ধান্তর তীব্র সমালোচনা করেছেন কেরলের বিশিষ্ট পরিচালক কমল। কেন্দ্রের এই পদক্ষেপকে সাংস্কৃতিক জরুরি অবস্থা বলে অভিহিত করেছেন কেরলের রাজ্য চলচ্চিত্র অকাদেমীর চেয়ারম্যান কমল।


কমল বলেছেন, চলচ্চিত্র উৎসবের রীতি অনুযায়ী,  কোনও সিনেমা বাছাই করা হলে সেটির সেন্সরের ছাড়পত্র রয়েছে কিনা দেখা হয়। যে সব সিনেমার সেন্সর সার্টিফিকেট  নেই সেগুলিকে ছাড়পত্র দেওয়ার জন্য কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রকের কাছে আর্জি জানানো হয়। আগামী ১৬ জুন থেকে শুরু হতে চলা পাঁচদিনের এই উৎসবে যে ২১০ টি ছবি দেখানো হবে, তারমধ্যে ১৭০ টিরই সেন্সর সার্টিফিকেট নেই।

কমল বলেছেন, ওই তিনটি বিশেষ ছবিকে ছাড়পত্র না দেওয়ায় তাঁরা বিস্মিত।  চলচ্চিত্র উৎসবের ইতিহাসে এর আগে কোনওদিন এ ধরনের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কমল। তিনি আরও বলেছেন, এরপর তো পরিচালক ও প্রযোজকদের আইনি পথ গ্রহণ ছাড়া অন্য কোনও রাস্তা নেই।