তিরুবনন্তপুরম: কেন্দ্রের গবাদি বিধির প্রতিবাদ করেছে কেরলের শাসক ও প্রধান বিরোধী দল-উভয় পক্ষই। এই অবস্থায় বিষয়টি নিয়ে আলোচনার জন্য খুব শীঘ্রই সর্বদলীয় বৈঠক ডাকতে চলেছে কেরল সরকার। আগামী বুধবার রাজ্যের মন্ত্রিসভা এই বৈঠকের দিন ঘোষণা করবে। কৃষিমন্ত্রী ভিএস সুনীলকুমার এ কথা জানিয়েছেন।
কৃষিমন্ত্রী বলেছেন, এই বিধি রাজ্যের হাজার হাজার কৃষকের জীবনজীবিকা ও বহু বছরের প্রাচীন প্রথা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। নতুন আইনের বিরুদ্ধে যদি কেরল সরকার আইনি পদক্ষেপ নেয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।
নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজ্যজুড়েই বিক্ষোভ ছড়িয়েছে। যুব কংগ্রেস রাস্তায় নেমেছে। যদিও এ ধরনেরই একটি বিক্ষোভে প্রকাশ্য একটি ষাঁড় হত্যার ঘটনা ঘিরে নিন্দার ঝড় উঠেছে।
রাজ্যের শাসক সিপিএম সারা রাজ্যে ৩০০ টিরও বেশি গোমাংস উত্সবের আয়োজন করেছে।
রাজ্যের বন ও পশুপালনমন্ত্রী পি রাজু বলেছেন, নতুন আইন কেরলে প্রযোজ্য হবে না। তিনি বলেছেন, এই আইন হাস্যকর। এর মোকাবিলা করার জন্য সম্ভাব্য সকল বিকল্প খতিয়ে দেখা হচ্ছে।
শুধুমাত্র বিজেপি-ই কেন্দ্রীয় আইনকে স্বাগত জানিয়েছে। তাদের দাবি, নতুন আইনের ভুল ব্যাখ্যা করছে অন্য দলগুলি।
গবাদি বিধি: সর্বদল বৈঠক ডাকতে চলেছে কেরল সরকার
ABP Ananda, web desk
Updated at:
29 May 2017 04:59 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -