নয়াদিল্লি: কপালে টিপ পরার 'অপরাধে' কেরলের এক মাদ্রাসা থেকে বরখাস্ত করা হল এক ছাত্রীকে। ছাত্রীর বাবা ফেসবুকে পোস্ট করে অভিযোগ করেছেন, তাঁর মেয়ে হিনা একটি শর্ট ফিল্মে অভিনয় করার জন্য কপালে টিপ পরেছিল। এ জন্য তাকে বরখাস্ত করেছে ওই মাদ্রাসা।

মালয়ালিতে লেখা ওই ফেসবুক পোস্টে তার বাবা উমরপ মালয়িল বলেছেন, তাঁর মেয়ে লেখাপড়ার পাশাপাশি গান ও অভিনয়ও করে। স্কুলের পরীক্ষায় প্রথম হয় সে, জেলা স্তরেও পুরস্কার পেয়েছে। পঞ্চম শ্রেণির হিনাকে এ বছর বরখাস্ত করা হয়েছে, কারণ সে ছবিতে অভিনয়ের সময় কপালে টিপ পরেছিল। তিনি আরও লিখেছেন, তাঁর মেয়ে ভাগ্যবতী যে তাকে পাথর ছুঁড়ে মারা হয়নি।

এই ফেসবুক পোস্ট কয়েকহাজার শেয়ার হয়েছে, গোটা দেশে ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে খবরটি। বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ইউজার মাদ্রাসার নিয়মকানুন নিয়ে প্রশ্ন তুলেছেন, অনেকে দাবি করেছেন, মেয়েটির শাস্তি প্রত্যাহার করতে হবে।