কোচি: স্ত্রীকে জোর করে ধর্মান্তরিত করে আইএস-এর কাছে বিক্রি করে দেওয়ার চেষ্টার অভিযোগে চেন্নাই বিমানবন্দর থেকে কেরলের এক ব্যক্তিকে গ্রেফতার করল এনআইএ। ধৃত ব্যক্তির নাম মহম্মদ রিয়াজ রশিদ। তিনি কান্নুরের বাসিন্দা।


এনআইএ-র এক আধিকারিক জানিয়েছেন, ‘সৌদি আরবের জেড্ডা থেকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো হয়ে বৃহস্পতিবার চেন্নাইয়ে আসেন রিয়াজ। আমাদের কাছে আগেই তাঁর আসার খবর ছিল। তিনি বিমানবনম্দরে নামতেই আটক করে আমাদের দফতরে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার তাঁকে সরকারিভাবে গ্রেফতার দেখানো হয়নি। শুক্রবার বিকেলে তাঁকে সরকারিভাবে গ্রেফতার করা হয়। শনিবার তাঁকে কোচিতে নিয়ে যাওয়া হবে। সেখানকার আদালতেই তাঁর বিচার হবে।’

রিয়াজের স্ত্রী বর্তমানে গুজরাতে আছেন। তাঁর অভিযোগ, ‘রিয়াজ আমাকে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে আপত্তিকর ছবি ও ভিডিও তুলে রাখে। ও আমার সঙ্গে প্রতারণা করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করে। গত বছরের অগাস্টে ও আমাকে সৌদি আরবে নিয়ে গিয়ে আইএস জঙ্গিদের কাছে বিক্রি করে দেওয়ার চেষ্টা করে।’

পুলিশ সূত্রে খবর, গত ডিসেম্বরে এনআইএ তদন্তের দাবিতে কেরল হাইকোর্টের দ্বারস্থ হন রিয়াজের স্ত্রী। তিনি রিয়াজের বিরুদ্ধে জাল পাসপোর্ট তৈরিরও অভিযোগ করেন। তদন্তে জানা গিয়েছে, রিয়াজ এই অপরাধ করার জন্য অন্য কারও কাছ থেকে টাকা পেয়েছিলেন। এই মামলায় আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আছে। তাঁদের মধ্যে ফাওয়াস জামাল ও সিয়াদ নামে দু’জনকে গত ডিসেম্বরেই গ্রেফতার করে কেরল পুলিশ। এরপর এই মামলার তদন্তভার নেয় এনআইএ।