কোঝিকোড়: জমি বিবাদকে কেন্দ্র করে এক অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারা হলে তাঁর গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে গিয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কেরলের কোঝিকোড়ে। ঘটনায় অভিযুক্ত এক নেতা সহ সাত বাম কর্মী-সদস্যকে গ্রেফতার করা হয়েছে।


খবরে প্রকাশ, গত ২৮ জানুয়ারি, অভিযুক্তরা জোশানা সিব্বির ঘরে জোর করে ঢুকে পড়ে। জমি বিবাদকে কেন্দ্র করে প্রথমেই তারা মহিলার স্বামীকে চড়-থাপ্পড় মারতে শুরু করে। স্বামীকে বাঁচাতে এগিয়ে আসেন চারমাসের অন্তঃসত্ত্বা জোশানা। সেই সময় হামলাকারীরা তাঁর পেটে লাথি মারে।


২৮ বছরের মহিলার সঙ্গে সঙ্গে রক্তপাত হতে শুরু করে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই তাঁর গর্ভপাত করানো হয়। দম্পতির পাঁচ বছরের এক ছেলে রয়েছে। পুলিশ জানিয়েছে, এই হামলার নেপথ্যে রয়েছে ২ প্রতিবেশীর মধ্যে জমি বিবাদ।


এদিকে, আক্রান্ত পরিবারে অভিযোগ, হামলার সম্ভাবনা আগেই ছিল। তাই সেদিনই হামলা হওয়ার প্রায় ১৫ মিনিট আগে পুলিশের কাছ থেকে সাহায্য চাওয়া হয়েছিল। কিন্তু, পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি।


গত ২ ফেব্রুয়ারি, মহিলার ওপর হামলার ঘটনায় অভিযোগ দায়ের করে পুলিশ। মহিলার দাবি, অভিযোগ প্রত্যাহার করার জন্য তাঁদের ওপর ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে। তাঁর আরও দাবি, এক অভিযুক্ত তাঁর স্বামীর পা কেটে নেওয়ার হুমকিও দিয়েছে।


এই ঘটনায় এখনও পর্যন্ত শাসক দল সিপিএমের এর স্থানীয় স্তরের নেতা সহ সাত বাম কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।