নয়াদিল্লি: বসার জায়গা হয়নি, চলন্ত বাস থেকে পড়ে গিয়ে মারা গেলেন সন্তানসম্ভবা মহিলা! মর্মান্তিক ঘটনাটি কেরলের। শিক্ষা, সংস্কৃতিতে সারা দেশে অগ্রগণ্য দক্ষিণের রাজ্য কি সংবেদনশীলতা, মানবিকতা হারিয়ে ফেলছে? লজ্জায় মুখ ঢাকতে হবে বামশাসিত কেরলকে? এমনই প্রশ্ন উঠেছে এ ঘটনায়।
কোট্টায়মের ইরাত্তুপেট্টার বাসিন্দা নাদিশা নামে ৩৪ বছরের মহিলা দিনকয়েক আগে কোনও এক জায়গা থেকে বাড়ি ফেরার সময় একটি বেসরকারি বাসে ওঠেন। বাসে কোনও সিট ফাঁকা না থাকায় আট মাসের গর্ভবতী নাদিশাকে দাঁড়িয়েই থাকতে হয়। সহৃদয় কোনও সহযাত্রীও তাঁকে দেখে আসন ছাড়েননি। বাসটি আচমকা একটি মোড়ে বাঁক নিতেই ভারসাম্য হারান নাদিশা। বাসের মূল দরজা খোলা থাকায় তিনি ছিটকে গিয়ে পড়েন রাস্তায়। মাথায় আঘাত লাগে। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তাররা জরুরি ভিত্তিতে অপারেশন করে গর্ভের সন্তানকে বাঁচালেও নাদিশার সঙ্কট কাটেনি। শেষ পর্যন্ত তিনি মারাই যান। নাদিশার স্বামী, দুটি মেয়ে আছে।
পুলিশ প্রথমে বাসের ড্রাইভারকে বেপরোয়া গাড়ি চালানোয় অভিযুক্ত করে। পরে তাঁর বিরুদ্ধে ৩০৪ (এ) ধারায় (উদাসীনতা, গাফিলতির ফলে মৃত্যু ঘটানো) অভিযোগ আনা হয়। তবে বাসটিকে আটক করা হলেও ড্রাইভার অধরাই।
কেরলের সংশোধিত মোটর ভেহিকলস আইনে কেরলের সব সরকারি, বেসরকারি বাসে অন্তত একটি আসন গর্ভবতী মহিলাদের সংরক্ষিত থাকার কথা। রাজ্য মানবাধিকার কমিশনের সুপারিশ গ্রহণ করে গত বছর ওই ব্যবস্থা করা হয়েছে আইনে। পুলিশের অবশ্য দাবি, আইনে এমন বিধি রয়েছে, তাদের জানা নেই। তাই তদন্তে ওই বাসে গর্ভবতীর জন্যি আসন সংরক্ষিত না থাকার বিষয়টি তাদের তদন্তের আওতায় আসছে না।
আসন ছাড়েনি কেউ, কেরলে দাঁড়িয়ে থেকে চলন্ত বাস থেকে পড়ে মৃত্যু ৮ মাসের গর্ভবতীর!
Web Desk, ABP Ananda
Updated at:
05 Jan 2018 01:55 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -