কান্নুর: ৯০ বছরের এক বৃদ্ধাকে বেধড়ক মারতে দেখা গেল এক মহিলাকে, সম্পর্কে ওই মহিলা, বৃদ্ধার নাতনি। সেই অসহনীয় দৃশ্যের ভিডিও রেকর্ড করল প্রতিবেশীরা। ঘটনাটি ঘটেছে উত্তর কেরলের কান্নুরে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। অভিযুক্ত মহিলার, নাম দীপা, বয়স ৪০। তাঁর বিরুদ্ধে স্বতপ্রনোদিত হয়ে মামলা শুরু করেছে কেরল পুলিশ। দীপার বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। তারমধ্যে রয়েছে বেআইনি ভাবে সেই সম্পত্তি হাত করা, যার ওপর মহিলার কোনও অধিকারই নেই।
আক্রান্ত মহিলা কল্যানীকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বৃদ্ধা মহিলাকে না মারার জন্যে বারংবার কাতর আবেদন জানাচ্ছিলেন। ভিডিওটি তুলেছেন মহিলারই এক প্রতিবেশী। ভিডিওটি দেখে পুলিশ মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এফআইআরে ওই বৃদ্ধা বলেছেন, তাঁকে প্রায় প্রতিদিনই মারধর করা হত। সেই কারণে, তার গোটা দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আপাতত, কল্যানীর মেয়ে, দীপার মাকেও একটি হোমে পাঠানো হয়েছে।
৯০ বছরের বৃদ্ধাকে বেধড়ক মার নাতনির, ভিডিও তুলল প্রতিবেশীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Mar 2018 04:59 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -