সবরীমালায় সব বয়সের মহিলাদের প্রবেশে সুপ্রিমকোর্টে সায় কেরল সরকারের
Web Desk, ABP Ananda | 07 Nov 2016 11:18 PM (IST)
নয়াদিল্লি: ঐতিহ্যপূর্ণ সবরীমালা মন্দিরে সমস্ত বয়সের মহিলাদের প্রবেশে সুপ্রিম কোর্টে সায় কেরল সরকারের। এর আগে ওই মন্দিরে সব বয়সী মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকেই সমর্থন জানিয়েছিল সরকার। সুপ্রিম কোর্টে রীতিমতো এফিডেফিট দাখিল করে মন্দিরে মহিলাদের নিষেধাজ্ঞার পক্ষে যুক্তি দিয়েছিল কেরল সরকার। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সরকারের সময়ও ছিল এই নিয়ম। নিয়ম অনুযায়ী, মহিলাদের বয়স ১০ থেকে ৫০ বছরের মধ্যে হলে, তাঁরা ঢুকতে পারবেন না দক্ষিণের প্রাচীন সবরীমালা মন্দিরে। দিতে পারবেন না পুজোও। প্রাচীনকাল থেকেই চলে আসছে এই নিয়ম। সেই সিদ্ধান্ত থেকে সরে এসে প্রবেশাধিকারের সপক্ষেই সায় দিয়েছে লেফ্ট ডেমোক্রেটিক ফ্রন্ট(এলডিএফ) সরকার। বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি আর বানুমথির ডিভিশন বেঞ্চ জানতে চায় এ বিষয়ে রাজ্যের কী মত। জানানো হয়, শুধুমাত্র মেয়েদের ঋতুমতী হওয়ার কারণে ১০-৫০ বছরের সব বয়সী মহিলাদের মন্দিরে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত লিঙ্গ সমতা বিরোধী। কেন শুধুমাত্র শারীরিক কারণে পুজো দিতে পারবেন না মহিলারা। মন্দির ধর্মীয় স্থান। সকলেরই প্রবেশাধিকার রয়েছে। সেখানে কোনও মহিলাকে ঢুকতে দেওয়া না হলে তাঁর মৌলিক অধিকার ভঙ্গ করা হয়। পরের বছর ১৩ ফেব্রুয়ারি এই মামলার শুনানি।